Education: বিজ্ঞাননির্ভর বিষয় নির্বাচনে সহযোগিতায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুরু করল ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’!

Last Updated:

Education: একাদশে রসায়ন-পদার্থবিদ্যা, না কি কৃত্রিম মেধা? কোন বিষয়ে পড়াশোনা কেমন? মাধ্যমিকে উত্তীর্ণদের জন্য বিজ্ঞাননির্ভর বিষয় নির্বাচনে সহযোগিতা করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’ শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

News18
News18
কলকাতাঃ একাদশে রসায়ন-পদার্থবিদ্যা, না কি কৃত্রিম মেধা? কোন বিষয়ে পড়াশোনা কেমন? মাধ্যমিকে উত্তীর্ণদের জন্য বিজ্ঞাননির্ভর বিষয় নির্বাচনে সহযোগিতা করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’ শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চলতি বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স। এছাড়াও কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ অন্যান্য বেশি কিছু বিষয়ের পাঠ্যক্রমে পরিবর্তন করা হয়েছে, যাতে বিজ্ঞান বিভাগের পাশাপাশি, কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়াদের কাছে পাঠ্যবিষয় সহজ হয়ে ওঠে।
আরও পড়ুনঃ ভারতে স্পাই হওয়ার যোগ‍্যতা কী? কত ধাপ পরীক্ষা দিতে হয়? চমকে যাবেন নিয়ম শুনলে!
এই কর্মসূচির মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পঠনপাঠনের ধরন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রমে কী কী থাকবে, সেই সবটাই বিশেষ ওয়ার্ম-আপ কোর্সের মাধ্যমে শেখানো হবে। এ ছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেটা সায়েন্স, কৃত্রিম মেধার মতো বিজ্ঞানভিত্তিক বিষয় কেন প্রাসঙ্গিক, তা নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞরা।
advertisement
এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘একাদশে ভর্তি হওয়ার আগে আগ্রহী পড়ুয়াদের জন্য মূলত কম্পিউটার নির্ভর বিষয়গুলির জন্য অফলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও বিজ্ঞাননির্ভর বিষয়গুলি নিয়ে প্রাথমিক ধারনা স্পষ্ট করা এবং পরবর্তীতে পেশা প্রবেশের ক্ষেত্রে এর ভূমিকা কী, সেই বিষয়গুলিও আলোচনা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আপাতত, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার পড়ুয়াদের জন্য এই কর্মসূচি শুরু হয়েছে। তবে, অন্যান্য জেলার পড়ুয়াদের জন্যও বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা রয়েছে।’
advertisement
advertisement
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, রাশিবিজ্ঞানের মতো বিষয়গুলির ক্লাস যথাক্রমে ২৬ মে থেকে ৩০ মে এবং ৯ জুন করানো হবে। নির্ধারিত দিনগুলিতে পড়ুয়ারা বেলা সাড়ে ১২টা থেকে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে ক্লাস করতে আগ্রহী পড়ুয়াদের ১৫ জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে।ব
আরও পড়ুনঃ ‘ভুল’ ব্রেকফাস্ট হুড়মুড়িয়ে বাড়াচ্ছে কোলেস্টেরল! সকালে খান এই ৪ খাবার, শরীর থেকে ছেঁটে ফেলবে চিপচিপে পদার্থ
চলতি বছরের জুন মাসের বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা থাকছে। তবে, আপাতত, অফলাইনে শিক্ষা সংসদের দফতরে, অর্থাৎ বিদ্যাসাগর ভবনেই মোট ২০০ জন পড়ুয়াদের নিয়ে ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’-এর ক্লাস চলবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education: বিজ্ঞাননির্ভর বিষয় নির্বাচনে সহযোগিতায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুরু করল ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement