WB HS Results 2021: স্কুলের ভুলেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাট, 'মুচলেকা' লিখিয়ে নিল সংসদ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ছাত্রছাত্রীদের কম নম্বর পাওয়া নিয়ে অভিযোগ জানাতে আসা শিক্ষক শিক্ষিকাদের থেকে রীতিমতো মুচলেকা লিখিয়ে নিয়েছে সংসদ, এমনই অভিযোগ উঠেছে (WB HS Results 2021)৷
#কলকাতা: উচ্চ মাধ্যমিকের খারাপ ফলের দায় কি তাহলে স্কুলগুলির ঘাড়েই চাপাতে চাইছে সংসদ? বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকাদের একাংশের অভিযোগ এমনই৷ অভিযোগ, ছাত্রছাত্রীদের কম নম্বর পাওয়া নিয়ে অভিযোগ জানাতে আসা শিক্ষক শিক্ষিকাদের থেকে রীতিমতো মুচলেকা লিখিয়ে নিয়েছে সংসদ৷ সেখানে ছাত্রছাত্রীদের কম নম্বরের দায় কার্যত স্কুলের ঘাড়েই চাপানো হয়েছে৷
উচ্চ মাধ্যমিকে যে স্কুলগুলির ছাত্রছাত্রীদের অকৃতকার্য হওয়া নিয়ে অভিযোগ ছিল, তাদের প্রধান শিক্ষকদের থেকে আবেদনপত্র জমা নিচ্ছিল সংসদ৷ অভিযোগ সেই আবেদন পত্রের সঙ্গেই সই করে একটি মুচলেকা দিতে হয়েছে শিক্ষকদের৷ সেই মুচলেকার বয়ানে লেখা রয়েছে, 'করোনা পরিস্থিতির কারণে স্কুলের ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণির রেজাল্ট পাঠানোর সময় আমাদের তরফেই কিছু ভুল হয়েছিল৷ যার জেরে কিছু ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে৷' সেই ছাত্রছাত্রীদের আগের মার্কশিট সাত দিনের মধ্যে সংসদে জমা দিয়ে নতুন মার্কশিট নিয়ে যাবেন বলেও অঙ্গীকারপত্রে সই করতে হয়েছে প্রধান শিক্ষক, শিক্ষিকাদের৷ সঙ্গে স্কুলের নাম এবং ই মেল আইডিও জমা দিতে হয়েছে৷
advertisement
অভিযোগ, গতকাল সোমবার পর্যন্ত এই মুচলেকা দিতে হয়েছে সংসদে অভিযোগ জানাতে আসা প্রধান শিক্ষক- শিক্ষিকাদের৷ আজ অবশ্য নতুন করে কোনও আবেদন জমা নেওয়া হয়নি৷

advertisement
এই ঘোষণাপত্রেই সই করতে হয়েছে স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকাদের৷
মুচলেকার বিষয়ে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে গিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস৷ তাঁর দাবি, 'যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের রেজাল্ট নিয়ে সমস্যা ছিল তারা নতুন করে আবার নম্বর জমা দিচ্ছে৷' মুচলেকার বিষয়ে কোনও জবাবই দেননি তিনি৷
advertisement
প্রধান শিক্ষক- শিক্ষিকারা অবশ্য পাল্টা অভিযোগ করছেন, সংসদের ভুলেই বহু ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে৷ এখন সেই দায় তাদের ঘাড়ে চাপাতেই এমন মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে৷
Location :
First Published :
July 27, 2021 4:51 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Results 2021: স্কুলের ভুলেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাট, 'মুচলেকা' লিখিয়ে নিল সংসদ?