WB HS Results 2021: স্কুলের ভুলেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাট, 'মুচলেকা' লিখিয়ে নিল সংসদ?

Last Updated:

ছাত্রছাত্রীদের কম নম্বর পাওয়া নিয়ে অভিযোগ জানাতে আসা শিক্ষক শিক্ষিকাদের থেকে রীতিমতো মুচলেকা লিখিয়ে নিয়েছে সংসদ, এমনই অভিযোগ উঠেছে (WB HS Results 2021)৷

#কলকাতা: উচ্চ মাধ্যমিকের খারাপ ফলের দায় কি তাহলে স্কুলগুলির ঘাড়েই চাপাতে চাইছে সংসদ? বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকাদের একাংশের অভিযোগ এমনই৷ অভিযোগ, ছাত্রছাত্রীদের কম নম্বর পাওয়া নিয়ে অভিযোগ জানাতে আসা শিক্ষক শিক্ষিকাদের থেকে রীতিমতো মুচলেকা লিখিয়ে নিয়েছে সংসদ৷ সেখানে ছাত্রছাত্রীদের কম নম্বরের দায় কার্যত স্কুলের ঘাড়েই চাপানো হয়েছে৷
উচ্চ মাধ্যমিকে যে স্কুলগুলির ছাত্রছাত্রীদের অকৃতকার্য হওয়া নিয়ে অভিযোগ ছিল, তাদের প্রধান শিক্ষকদের থেকে আবেদনপত্র জমা নিচ্ছিল সংসদ৷ অভিযোগ সেই আবেদন পত্রের সঙ্গেই সই করে একটি মুচলেকা দিতে হয়েছে শিক্ষকদের৷ সেই মুচলেকার বয়ানে লেখা রয়েছে, 'করোনা পরিস্থিতির কারণে স্কুলের ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণির রেজাল্ট পাঠানোর সময় আমাদের তরফেই কিছু ভুল হয়েছিল৷ যার জেরে কিছু ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে৷' সেই ছাত্রছাত্রীদের আগের মার্কশিট সাত দিনের মধ্যে সংসদে জমা দিয়ে নতুন মার্কশিট নিয়ে যাবেন বলেও অঙ্গীকারপত্রে সই করতে হয়েছে প্রধান শিক্ষক, শিক্ষিকাদের৷ সঙ্গে স্কুলের নাম এবং ই মেল আইডিও জমা দিতে হয়েছে৷
advertisement
অভিযোগ, গতকাল সোমবার পর্যন্ত এই মুচলেকা দিতে হয়েছে সংসদে অভিযোগ জানাতে আসা প্রধান শিক্ষক- শিক্ষিকাদের৷ আজ অবশ্য নতুন করে কোনও আবেদন জমা নেওয়া হয়নি৷
advertisement
এই  ঘোষণাপত্রেই সই করতে হয়েছে স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকাদের৷
মুচলেকার বিষয়ে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে গিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস৷ তাঁর দাবি, 'যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের রেজাল্ট নিয়ে সমস্যা ছিল তারা নতুন করে আবার নম্বর জমা দিচ্ছে৷' মুচলেকার বিষয়ে কোনও জবাবই দেননি তিনি৷
advertisement
প্রধান শিক্ষক- শিক্ষিকারা অবশ্য পাল্টা অভিযোগ করছেন, সংসদের ভুলেই বহু ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে৷ এখন সেই দায় তাদের ঘাড়ে চাপাতেই এমন মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে৷
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Results 2021: স্কুলের ভুলেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাট, 'মুচলেকা' লিখিয়ে নিল সংসদ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement