CBSE : অনটনের সংসারে নেই ল্যাপটপ, ইন্টারনেট দুর্বল, সব বাধা পেরিয়ে তাক লাগানো ফল মেধাবী হ্যাপির
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে উত্তরপ্রদেশের সহারানপুরের হ্যাপি কুমার (Happy Kumar) সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় (CBSE 12 th) দেশের সেরা ছাত্রদের মধ্যে একজন৷ এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা জেইই মেইন-এর ৷
সহারানপুর : সংসারে আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না ৷ কিন্তু সন্তানের নাম ‘হ্যাপি’ রাখতে দ্বিধা করেননি তাঁর বাবা মা ৷ আজ, সেই নামকরণ সার্থক ৷ সব প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে উত্তরপ্রদেশের সহারানপুরের হ্যাপি কুমার (Happy Kumar) সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় (CBSE 12 th) দেশের সেরা ছাত্রদের মধ্যে একজন৷ এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা জেইই মেইন-এর ৷ পরীক্ষার শেষ সেশন হবে এ মাসের শেষে ৷ ফেব্রুয়ারি মাসে জেইই মেইন্স-এ (JEE Mains) তাঁর পার্সেন্টাইল ছিল ৯১ ৷ পরের মাসের সেশনে তাঁর সংগ্রহ ছিল ৯৬ পার্সেন্টাইল ৷
পরিবারে আর্থিক অনটন ছাড়াও ছিল ইন্টারনেটের নেটওয়ার্কের সমস্যা ৷ হ্যাপি জনিয়েছেন, ‘‘আমাদের এলাকায় ইণ্টারনেট সংযোগ দুর্বল ৷ আমার ল্যাপটপ নেই ৷ যখনই নেটওয়ার্ক থাকত, মোবাইলে ক্লাস করতাম ৷ স্কুল বন্ধ বলে ভরসা করতে হয়েছিল ইউটিউবের উপর ৷ হ্যাপি পড়তেন বিদ্যাজ্ঞান স্কুলে ৷ আর্থিক দিক থেকে অনগ্রসর পরিবারের পড়ুয়ারা এই প্রতিষ্ঠানে বিনাব্যয়ে পড়তে পারেন ৷
advertisement
অতিমারির জন্য এ বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষার ফল তৈরি হয়েছে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে ৷ মেধাবী ছাত্র হ্যাপি জানতেন তাঁর ফল ভাল হবে ৷
advertisement
মোট ৫০০-র মধ্যে তিনি পেয়েছেন ৪৯৬ ৷ রসায়ন, গণিত ও ইনফরমেশন প্র্যাকটিস, এই তিন বিষয়েই পেয়েছেন ১০০-এ ১০০ ৷ পদার্থবিজ্ঞান ও ইংরেজিতে পেয়েছেন ৯৮ করে ৷ সবমিলিয়ে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় হ্যাপি পেয়েছেন মোট শতকরা ৯৯.২ নম্বর ৷
advertisement
তিন ভাইবোনের মধ্যে হ্যাপি সবথেকে ছোট ৷ তাঁর দাদা ও দিদি দু’জনেই কলেজপড়ুয়া ৷ সংসারের বাকি খরচের সঙ্গে তিন সন্তানের পড়াশোনার ব্যয় সামলানোর জন্য তাঁদের বাবার ভরসা ছিল একচিলতে মুদির দোকান ৷ শত সমস্যাতেও তিনি এবং তাঁর গৃহবধূ স্ত্রী সন্তানদের পড়াশোনার বিষয়ে কোনও আপস করেননি ৷
হ্যাপি ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান ৷ কাজ করতে চান প্রযুক্তি নিয়ে ৷ বৃত্তি পেয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন শিব নাদার বিশ্ববিদ্যালয়ে ৷ আইআইটি-তে পড়ার জন্য দেবেন জেইই অ্যাডভান্সড-এও ৷ সেই প্রবেশিকায় সফল হলে হ্যাপি চান আইআইটি বা এনআইটি-তে পড়তে ৷ বাড়ির কাছে বলে তাঁর পছন্দ কানপুর, রুরকি বা দিল্লি আইআইটি ৷ স্বপ্নপূরণের লক্ষ্যে হ্যাপি প্রতিজ্ঞাবদ্ধ ৷
Location :
First Published :
August 20, 2021 6:17 PM IST