Education Department: ট্যাব কাণ্ড থেকে শিক্ষা, বাংলার শিক্ষা পোর্টালে ওটিপি বাধ্যতামূলক রাজ্যের।

Last Updated:

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।

ট্যাব কান্ড থেকে শিক্ষা, বাংলার শিক্ষা পোর্টালে ওটিপি বাধ্যতামূলক রাজ্যের।
ট্যাব কান্ড থেকে শিক্ষা, বাংলার শিক্ষা পোর্টালে ওটিপি বাধ্যতামূলক রাজ্যের।
কলকাতা: ট্যাব কাণ্ড থেকে এবার শিক্ষা নিল রাজ্য। বাংলার শিক্ষা পোর্টালে বাড়ানো হল একাধিক নিরাপত্তা ব্যবস্থা। এবার প্রধান শিক্ষকদেরই বাড়তি দায়িত্ব দেওয়া হল। স্কুলের পড়ুয়াদের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য। তরুণের স্বপ্ন, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্প গুলিতে সরাসরি সুবিধা পান স্কুলের ছাত্রছাত্রীরা। তার জন্য বাংলার শিক্ষা পোর্টালের নথি আপলোড করতে হয় স্কুল গুলিকে। সম্প্রতি তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা দিতে গিয়ে দেখা যায় অন্য অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যাচ্ছে। এই তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কয়েকশো পড়ুয়া ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া তথ্য উঠে আসে।
সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য এবার বাংলা শিক্ষা পোর্টালে একাধিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হল।  ইতিমধ্যেই বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয়ের পরিদর্শকদের বিজ্ঞপ্তি  পাঠিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এবার থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে যে কেউ লগ ইন করতে পারবেন না। লগ ইন করতে গেলে একটি ওটিপি দিতে হবে। আর সেই ওটিপি আসবে প্রধান শিক্ষকদের কাছে।
advertisement
advertisement
প্রধান শিক্ষকরাই পোটালে যাবতীয় তথ্য আপলোড করবেন। আগামী দিনে সরকারি প্রকল্পের টাকা তছরূপ বা দুর্নীতি হলে কোন অভিযোগ উঠলে প্রধান শিক্ষকরা তার দায় এড়াতে পারবেন না।
advertisement
এর নাম দেওয়া হয়েছে “ওটিপি বেশ লগ ইন প্রিভেনশিয়াল এইচওআই”। চলতি মাসের ১০ এপ্রিল, ২০ এপ্রিল এবং ২৫  এপ্রিলে সংশ্লিষ্ট সার্কেল অফিসে তথ্য পাঠাতে হবে প্রধান শিক্ষকদের। তথ্যই হিসেবে পাঠাতে হবে প্রধান শিক্ষকদের নাম, ফোন নাম্বার এবং আধার নম্বর। অতিরিক্ত জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকরা এই নাম নথিভূক্ত এবং পাসওয়ার্ড তৈরির কাজ করবে। তারপর তা হয়ে গেলে তার অনুমোদন দেবে স্কুল জেলা বিদ্যালয় পরিদর্শক। এবং সেই অনুমোদন দেওয়ার পরেই প্রধান শিক্ষকরা পোর্টালে আপলোড করার কাজ করবে। অর্থাৎ এক্ষেত্রে প্রধান শিক্ষকদের এই তথ্য আপলোড করার কাজেও বাড়তি নজরদারি চলবে বলেও স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education Department: ট্যাব কাণ্ড থেকে শিক্ষা, বাংলার শিক্ষা পোর্টালে ওটিপি বাধ্যতামূলক রাজ্যের।
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement