হোম /খবর /শিক্ষা /
করোনার অভিশাপে মাধ্যমিক পরীক্ষাটুকু দিতে পারেনি ওরা, প্রথম জয়ে শুভেচ্ছা মমতার

CM Mamata Banerjee congratulates Madhyamik Students| করোনার অভিশাপে মাধ্যমিক পরীক্ষাটুকু দিতে পারেনি ওরা, তবু প্রথম জয়ে শুভেচ্ছা মমতার

ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জীবনের প্রথম যুদ্ধটা সহজ ছিল না। মাধ্যমিকের গণ্ডী ডিঙোলো ছাত্রছাত্রীরা। এবার তাদের সকলকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ (Madhyamik Result)। নবম শ্রেণির প্রাপ্ত নম্বর এবং দশম শ্রেণীর ইন্টার্নাল ফরমেটিভ ইভালুয়েশনের ভিত্তিতে পাস করেছে  ১০০% ছাত্র-ছাত্রীই। এবার তাদের সকলকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ট্যুইটার হ্যান্ডেলে, লিখেছেন, যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করলে, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা জীবনে আরো সফল হও এবং আরও বড় প্রাপ্তি যোগ ঘটুক তোমাদের ভবিষ্যতে।

ছাত্রছাত্রীর বাবা মাকেও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ট্যুইটেই লিখেছেন, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের পরিবার, তাদের শিক্ষক এবং অন্য যাঁরা তাদেরকে সহায়তা করেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই।

এবার মাধ্যমিকে মাধ্যমিকে কোনও মেধাতালিকা নেই। নেই ফেল। তবে মূল্যায়ন পদ্ধতিতে আগে পিছনে রয়েছে ছাত্রছাত্রীরা। ১০০% ছাত্রছাত্রীকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে। এবারের রেজাল্ট অনুযায়ী ৭৯ জন ছাত্র ছাত্রী প্রথম স্থানে রয়েছে। নবম এবং দশম স্থানে একশোর বেশি করে ছাত্র-ছাত্রী রয়েছে। ৯০% ছাত্র-ছাত্রী প্রথম বিভাগে পাস করেছে। ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭।

Published by:Arka Deb
First published:

Tags: Mamata Banerjee