#আরামবাগ: আরামবাগ গার্লস স্কুলের রেজাল্ট বিভ্রাটে বিক্ষোভের এক দিন পরেই সংশোধিত রেজাল্ট হাতে পেয়ে গেলেন ছাত্রীরা। নতুন ও বর্ধিত নম্বরের রেজাল্ট পেয়ে খুশির জোয়ার ছাত্রী ও অভিভাবক মহলে।
সম্ভবত রাজ্যে এই প্রথম সংশোধিত রেজাল্ট দেওয়া হল তাদের। রাজ্যের মধ্যে একটা নজির হয়ে রইল আরামবাগ গার্লস স্কুলের রেজাল্ট কাণ্ড। তবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অসন্তোষের ঘটনা দেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ জারি করেছে, যে কোন স্কুলের ফলাফল নিয়ে কোন অভিযোগ থাকলে, তা সাত দিনের মধ্যে দফতরে জানাতে। সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে কাউন্সিল। এদিনই আবার শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।