হোম /খবর /শিক্ষা /
বিক্ষোভের জের, রবিবার নতুন HS রেজাল্টে 'পাশ' ছাত্রীদল! খুশির হাওয়া আরামবাগে

Hs Results 2021: বিক্ষোভের জের, রবিবার নতুন HS রেজাল্টে 'পাশ' ছাত্রীদল! খুশির হাওয়া আরামবাগে

নতুন রেজাল্টে খুশির হাওয়া

নতুন রেজাল্টে খুশির হাওয়া

Hs Results 2021: রবিবার ছুটির দিনে উচ্চ মাধ্যমিকের নতুন সেই রেজাল্ট হাতে পেলেন ছাত্রীরা। এতে বেজায় খুশি ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।

  • Last Updated :
  • Share this:

#আরামবাগ: আরামবাগ গার্লস স্কুলের রেজাল্ট বিভ্রাটে বিক্ষোভের এক দিন পরেই সংশোধিত রেজাল্ট হাতে পেয়ে গেলেন ছাত্রীরা। নতুন ও বর্ধিত নম্বরের রেজাল্ট পেয়ে খুশির জোয়ার ছাত্রী ও অভিভাবক মহলে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাটের জেরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছিল আরামবাগ গার্লস হাই স্কুলে। বিক্ষোভে ফেটে পড়ে ছিলেন অভিভাবক, অভিভাবিকা ও ছাত্রীরা। শুক্রবার এই রেজাল্ট বিভ্রাটের যে জেরে স্কুলেই বিক্ষোভের সৃষ্টি হয়। তাতে স্কুলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রীদের সেই পরিস্থিতির যে খবর সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল তার জেরে অবশেষে সংশোধিত রেজাল্ট এসে পৌঁছায় স্কুলে। খবরের জেরে নড়েচড়ে বসেন স্কুল কর্তৃপক্ষ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাত্র এক দিনের মধ্যেই রবিবার ছুটির দিনেই সেই রেজাল্ট হাতে পেলেন ছাত্রীরা। এতে বেজায় খুশি ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।

সম্ভবত রাজ্যে এই প্রথম সংশোধিত রেজাল্ট দেওয়া হল তাদের। রাজ্যের মধ্যে একটা নজির হয়ে রইল আরামবাগ গার্লস স্কুলের রেজাল্ট কাণ্ড। তবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অসন্তোষের ঘটনা দেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ জারি করেছে, যে কোন স্কুলের ফলাফল নিয়ে কোন অভিযোগ থাকলে, তা সাত দিনের মধ্যে দফতরে জানাতে। সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে কাউন্সিল। এদিনই আবার শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

Published by:Suman Biswas
First published: