DRDO JRF Hiring 2021: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সে গবেষক নিয়োগ! উৎসাহীরা এখনই আবেদন করুন

Last Updated:

প্রার্থীদের একই দিনে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

#বেঙ্গালুরু: তরুণ চাকরি প্রার্থীদের ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) অধীনে কাজের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। সম্প্রতি DRDO-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বেঙ্গালুরুর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সে গবেষক পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
DRDO JRF Hiring 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের একই দিনে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের বেঙ্গালুরুতে দু’বছরের জন্য জুনিয়র ফেলো হিসেবে কাজ করতে হবে। এর পর কাজের অগ্রগতির সাপেক্ষে তাঁরা সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে উত্তীর্ণ হবেন। পরীক্ষার রিপোর্টিংয়ের সময় সকাল ৮.০০ থেকে সকাল ৯.৩০-এর মধ্যে।
advertisement
advertisement
DRDO JRF Hiring 2021: ইন্টারভিউয়ের তারিখ
প্রতিষ্ঠানের তরফে আগামী ১৮ এবং ১৯ অক্টোবর, ২০২১ তারিখে ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)
পদের নাম: জুনিয়র রিসার্চ ফেলো
শূন্যপদের সংখ্যা: ০২
কাজের স্থান: বেঙ্গালুরু
advertisement
কাজের ধরন: গবেষণার কাজ
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, GATE বা NET উত্তীর্ণ
বেতনক্রম: ৩১,০০০/ মাসিক
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন: ০৮.১০.২০২১
DRDO JRF Hiring 2021: আবেদন পদ্ধতি
যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাঁদের আগামী ৮ অক্টোবরের মধ্যে উল্লিখিত মেল আইডিতে jrfcair2021@gmail.com নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে।
advertisement
DRDO JRF Hiring 2021: শূন্যপদ এবং বেতনক্রম
প্রতিষ্ঠান সূত্রে জানানোঁ হয়েছে যে, এই মুহূর্তে মাত্র ২টি শূন্যপদ রয়েছে, যাদের মাসিক ৩১,০০০ টাকা করে দেওয়া হবে।
DRDO JRF Hiring 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের গণিত বা কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। অবশ্যই সে ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (University Grants Commission) বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের (Ministry of Human Resource Development) দ্বারা স্বীকৃতিপ্রাপ্য প্রতিষ্ঠানকেই মান্যতা দেওয়া হবে।
advertisement
উপরে উল্লিখিত যোগ্যতা ছাড়াও প্রার্থীর GATE বা NET পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়। যাঁরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে BTech বা BE ডিগ্রি এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাঁরা আবেদন করতে পারবেন। কোডিং থিওরি, ক্রিপটোগ্রাফি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা প্রার্থীদের অধিক মান্যতা দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DRDO JRF Hiring 2021: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সে গবেষক নিয়োগ! উৎসাহীরা এখনই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement