Higher Secondary Result 2024: উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার ডায়মন্ড হারবারের বিতানের! কতক্ষণ পড়াশোনা করতেন তিনি
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার করে রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবারের নাম উজ্জ্বল করল বিতান আহমেদ। বিতানের প্রাপ্ত নম্বর ৪৮৮।
ডায়মন্ড হারবার: উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার করে রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবারের নাম উজ্জ্বল করলেন বিতান আহমেদ। বিতানের প্রাপ্ত নম্বর ৪৮৮। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছে ডায়মন্ড হারবারের সরিষা রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র বিতান আহমেদ।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলেও নিট পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চান তিনি। বাবা আলতাফ আহমেদ পেশায় শিক্ষক। এছাড়াও মানবাধিকার সংগঠন এপিডিআরের রাজ্য সহ সম্পাদক তিনি। মা অলিনা আখন স্থানীয় হাইস্কুলের পার্শ্বশিক্ষিকা। ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের কাজীপাড়া এলাকার বাসিন্দা বিতান তিন ভাই-বোনের মধ্যে ছোট।
advertisement
বিতানের পড়াশোনার জন্য গোটা পরিবার সরিষাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। ক্লাস ৫ থেকে সরিষার রামকৃষ্ণ মিশনে পড়তেন বিতান। ছোট থেকে মেধাবী তিনি। খাওয়া, ঘুমানো-সহ যেটুকু সময় অপচয় করলে নয়, সেই সময়টুকু বাদ দিয়ে বিতান সমস্ত সময়টাই পড়াশোনার পিছনে ব্যায় করতেন। যার ফলে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন বিতানের পরিবারের লোকজন। বিতানের এই সাফল্যে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2024 6:00 PM IST







