Delhi University Recruitment 2022|| সুবর্ণ সুযোগ! দিল্লি ইউনিভার্সিটির অধীনে সহকারী অধ্যাপক পদে নিয়োগ

Last Updated:

Delhi University Recruitment 2022: দিল্লি ইউনিভার্সিটির অধীনস্থ শ্রী গুরু তেগ বাহাদুর খালসা কলেজের (Sri Guru Tegh Bahadur Khalsa College) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।

#নয়াদিল্লি: Delhi University Recruitment 2022: সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটির অধীনস্থ শ্রী গুরু তেগ বাহাদুর খালসা কলেজের (Sri Guru Tegh Bahadur Khalsa College) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে du.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২০ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাশ্রী গুরু তেগ বাহাদুর খালসা কলেজ (Sri Guru Tegh Bahadur Khalsa College)
পদের নামসহকারী অধ্যাপক
শূন্যপদের সংখ্যা৬৬
কাজের স্থানদিল্লি
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন২০.০৩.২০২২
advertisement
যে সকল প্রার্থীরা উপরে উল্লিখিত পদগুলির জন্য আবেদন করতে চান তারা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানুন...
নির্বাচন প্রক্রিয়া স্ক্রিনিং কমিটি সমস্ত প্রার্থীদের নিয়ে একটি তালিকা তৈরি করবে যা তাদের দ্বারা প্রাপ্ত নম্বরগুলির ক্রম নির্দেশ করবে। অর্থাৎ সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থী থেকে শুরু করে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিয়ে এই তালিকা তৈরি করা হবে। ৫০ নম্বরের কম পেলে আবেদনকারীকে বাছাই করা প্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে।
সমস্ত আবেদনকারীদের সম্পূর্ণ, সঠিক তথ্য এবং ডকুমেন্ট সহ নির্ধারিত ফরম্যাটে অনলাইনে আবেদন করতে হবে। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ নীচে দেওয়া হল।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Delhi University Recruitment 2022|| সুবর্ণ সুযোগ! দিল্লি ইউনিভার্সিটির অধীনে সহকারী অধ্যাপক পদে নিয়োগ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement