Defense Ministry Recruitment 2022: প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত
- Published by:Suman Majumder
Last Updated:
Defense Ministry Recruitment 2022: প্রতিরক্ষা মন্ত্রকে চাকরির সুযোগ।
#নয়াদিল্লি: সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের (Defense Ministry ) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রানজিট ক্যাম্প/মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ/মুভমেন্ট কন্ট্রোল মুভমেন্ট ফরওয়ার্ডিং ডিটাচমেন্ট গ্রুপ সি ক্যাটাগরির পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Defense Ministry Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৯ জানুয়ারিতে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তারপর থেকে প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- ২৩১০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ এবং প্রমোশন বোর্ড, জানুন
Defense Ministry Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৪১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Defense Ministry Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সাফাই কর্মচারী – ১০টি পদ
ওয়াশারম্যান- ৩টি পদ
মেস ওয়েটার- ৬টি পদ
মশালচি- ২টি পদ
কুক- ১৬টি পদ
হাউসকিপার – ২টি পদ
নাপিত – ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | প্রতিরক্ষা মন্ত্রক (Defense Ministry) |
পদের নাম: | সাফাইওয়ালা, ওয়াশারম্যান, মেস ওয়েটার, মশালচি, কুক, হাউস কিপার এবং নাপিত |
শূন্যপদের সংখ্যা: | ৪১ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | ২৯.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং নির্দিষ্ট কাজে প্রার্থীদের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
advertisement
Defense Ministry Recruitment 2022: আবেদনের যোগ্যতা
সাফাই কর্মচারী - দশম পাস
ওয়াশারম্যান – দশম শ্রেণি পাসের সঙ্গে সামরিক এবং বেসামরিক পোশাক ধুতে সক্ষম হওয়া উচিত।
মেস ওয়েটার - দশম শ্রেণি পাস এবং মশালচি দায়িত্ব পালন করতে সক্ষম।
কুক - দশম শ্রেণি পাস, ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
advertisement
হাউস কিপার- দশম শ্রেণি পাস হতে হবে।
নাপিত - দশম শ্রেণি পাস, নাপিতের কাজে দক্ষ হতে হবে।
আরও পড়ুন- কোলফিল্ডস লিমিটেডের অধীনে বিপুল পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
Defense Ministry Recruitment 2022: বেতনক্রম
প্রার্থীরা বেতন পাবেন মাসিক ৫২০০-২০২০০ টাকা এবং গ্রেড পে - প্রতি মাসে ১৮০০ টাকা।
advertisement
বিশদ নোটিশ লিঙ্ক- http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10610_15_2122b.pdf
Location :
First Published :
January 22, 2022 4:32 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Defense Ministry Recruitment 2022: প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত