শুরু হয়ে গেল CTET-এর রেজিস্ট্রেশন! কতদিন চলবে? কবে পরীক্ষা? জেনে নিন খুঁটিনাটি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসসি) ইতিমধ্যেই তাঁদের শিক্ষক নিয়োগ পরীক্ষা বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের রেজিস্ট্রেশন শুরু করে দিল। গত ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন। বেশ কিছুদিন দেরির পরে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
কলকাতা: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসসি) ইতিমধ্যেই তাঁদের শিক্ষক নিয়োগ পরীক্ষা বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের রেজিস্ট্রেশন শুরু করে দিল। গত ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন। বেশ কিছুদিন দেরির পরে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
সূত্রের খবর, এই রেজিস্ট্রেশন চলবে ২৭ নভেম্বর থেকে আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
এই পরীক্ষা মূলত দুটো পেপারে হবে। পেপার ১-এর পরীক্ষার্থীরা মূলত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেবেন।
advertisement
আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি চরমে! ৫০% পদ ফাঁকা! অবশেষে শুরু হবে নিয়োগ
এই পরীক্ষা বা ‘সিটেট’ মূলত শিক্ষক নিয়োগের পরীক্ষার হিসাবে গণ্য করা হয়। ওএমআর ভিত্তিক পরীক্ষার ভিত্তিতে, এই ‘সিটেট’ পরীক্ষা হতে চলেছে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। গোটা দেশের মোট ১৩২টি শহরে ২০টি ভাষায় এই পরীক্ষা হতে চলেছে।
advertisement
আগ্রহী পরীক্ষার্থীরা মূলত ctet.nic.in ওয়েবসাইটে প্রবেশ করে এই পরীক্ষায় আবেদন করতে পারেন।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 5:13 PM IST

