CM Mamata Banerjee congratulates ICSE & ISC toppers : আইসিএসই, আইএসসি-র সর্বভারতীয় মঞ্চে বাংলার বাজিমাত, কৃতী ও সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
CM Mamata Banerjee congratulates ICSE & ISC toppers : মেধাতালিকায় শীর্ষস্থান অধিকার করে থাকা ওই পড়ুয়াদের এবং বোর্ড পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় মঞ্চে এ বার বাংলার ছাত্রছাত্রীদের জয়জয়কার। মেধাতালিকায় শীর্ষস্থান অধিকার করে থাকা ওই পড়ুয়াদের এবং বোর্ড পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানান তিনি। কলকাতা-সহ বাকি রাজ্যের পড়ুয়াদের সঙ্গে তিনি অভিনন্দিত করেছেন সারা দেশের সফল পড়ুয়াদের।
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
রবিবার প্রকাশিত হয় আইসিএসই অর্থাৎ দশম শ্রেণীর এবং আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফল৷ আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার বর্ধমানের সম্বিৎ মুখোপাধ্যায় রয়েছে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় মোট নম্বর ছিল ৫০০। তাতে ৪৯৯ পেয়ে সারা দেশে প্রথম হয়েছে। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সে। ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে পাঁচ জন। তৃতীয় স্থানে রয়েছে ১৬ জন। আইসিএসই-তে মেধাতালিকায় প্রথম তিনে এ রাজ্য থেকে রয়েছে ২২ জন।
advertisement
Congratulations to the ICSE & ISC toppers and successful examinees from Kolkata and Bengal, and all over the country !! You have performed wonderfully, made us proud, have shown what talents can achieve. Well done my dearest students, take your State and country further forward!…
— Mamata Banerjee (@MamataOfficial) May 15, 2023
advertisement
advertisement
আইএসসি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে এ রাজ্য থেকে রয়েছেন দু’জন। দ্বাদশ শ্রেণির মেধা তালিকায় প্রথম তিনে এ রাজ্য থেকে রয়েছেন ১৮ জন। আইএসসি-তে প্রথম স্থানে কলকাতার মান্যা গুপ্তা৷ কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যার প্রাপ্ত নম্বর ৩৯৯, অর্থাৎ ৯৯.৭৫%৷
মান্যার সঙ্গেই একই নম্বর পেয়ে প্রথম স্থানে বাংলার আরও এক কৃতী ছাত্র শুভম আগরওয়াল৷ জলপাইগুড়ি জেলার ভক্তিনগরে সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম৷
advertisement
আইসিএসই পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৮.৭১ শতাংশ। আইএসসি পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৬.৮৮ শতাংশ। এবার রাজ্য থেকে আইসিএসই পরীক্ষা দিয়েছিল ৪১৮টি স্কুলের ৪১ হাজার ৫০৬ জন। তাদের মধ্যে ২২ হাজার ৯৫৯ জন ছাত্র। ১৮ হাজার ৫৪৭ জন ছাত্রী। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। দশম শ্রেণির পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.০১ শতাংশ। ছেলেদের মধ্যে পাশের হার ৯৮.৪৭ শতাংশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 1:32 PM IST