Chandrayaan-3 Mission: চন্দ্রযান ৩-এর মিশন শুরুর সাক্ষী হবেন এই ৪০ জন, কোথাকার পড়ুয়ারা পেলেন সুযোগ?

Last Updated:

Chandrayaan-3 Mission: ১৪ জুলাই হবে চন্দ্রযান-৩ মিশন। এবার সেই মিশনে যোগ দেবে পঞ্জাবের স্কুল অফ এমিনেন্স (SOE) এর ৪০ জন ছাত্র।

চন্দ্রযান-৩ লঞ্চ দেখতে যোগ দেবে একঝাঁক তরুন
চন্দ্রযান-৩ লঞ্চ দেখতে যোগ দেবে একঝাঁক তরুন
১৪ জুলাই হবে চন্দ্রযান-৩ মিশন। এবার সেই মিশনে যোগ দেবে পঞ্জাবের স্কুল অফ এমিনেন্স (SOE) এর ৪০ জন ছাত্র। আজ বৃহস্পতিবার, সকালে একটি ট‍্যুইটে পোস্ট করে পঞ্জাবের শিক্ষামন্ত্রী, হরজোত সিং বেইনস এই উদ্যোগের কথা ঘোষণা করেছেন। তাঁর কথায়, ‘১৪ জুলাই চন্দ্রযান-৩ এর লঞ্চ দেখার জন্য সরকারি স্কুল অফ এমিনেন্স (SOE) থেকে পড়ুয়াদের শ্রীহরিকোটায় নিয়ে যাচ্ছে। ট‍্যুইট অনুসারে, ‘পঞ্জাবের স্কুল অফ এমিনেন্স (SOE) থেকে ৪০ জন ছাত্র চন্দ্রযান-৩ লঞ্চে যোগ দিতে তিন দিনের জন্য শ্রীহরিকোটা যাচ্ছে।’ তিনি আরও বলেন যে ছাত্ররা শ্রীহরিকোটায় পুরো ISRO ব‍্যবস্থাপনা ঘুরে দেখার এবং মহাকাশ প্রযুক্তিতে দেশের অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পাবে।
advertisement
advertisement
শিক্ষার্থীরা ভারতের মহাকাশ যাত্রায় একটি যুগান্তকারী ঘটনা প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবে। চন্দ্রযান-১ এর সফলতার এবং চন্দ্রযান-২ এর ত্রুটিগুলির বোঝার পরে, চন্দ্রযান-৩-এর লঞ্চ ভারতের একটানা চেষ্টাকে প্রতিফলিত করে। উপরন্তু, শ্রীহরিকোটায় ISRO ব‍্যবস্থাপনা পরিদর্শন করার মাধ্যমে, শিক্ষার্থীদের মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অনেকগুলি দিক সম্পর্কে সরাসরি জানতে পারবে। শিক্ষার্থীরা ISRO-এর বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার সুযোগ পেতে পারে, যা তাদের ভবিষ‍্যতে সাহায‍্য করবে বলে সকলের আশা।
advertisement
চন্দ্রযান-৩ লঞ্চ ভেহিকেল মার্ক 3 (LVM 3) রকেটের উপরে নিয়ে যাওয়া হবে। বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা ২০২০ সালের জানুয়ারিতে মহাকাশযানের নকশার কাজ শুরু করেছিলেন, যখন এটি লঞ্চের পর্যায়ে প্রবেশ করেছিল। নতুন ‘স্পেকট্রো-পোলারিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ’ (শেপ) সেন্সর, যা ‘বিক্রম’ নামে পরিচিতি সেই ল্যান্ডারে ইনস্টল করা হয়েছে। ‘বিক্রম’ পৃথিবীর আলোর গতিবিধি এবং প্রতিফলনের তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা হবে।
advertisement
মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে। চন্দ্রযান-৩-এর পৃথিবী থেকে চাঁদে যেতে প্রায় ত্রিশ দিন সময় লাগবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে, অবতরণের দিন হিসেবে ২৩-৩৪ অগস্ট নির্ধারিত হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Chandrayaan-3 Mission: চন্দ্রযান ৩-এর মিশন শুরুর সাক্ষী হবেন এই ৪০ জন, কোথাকার পড়ুয়ারা পেলেন সুযোগ?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement