Education: কোনও ডিগ্রি ছাড়াই করুন এই কোর্স! ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ান হবে এই বিশ্ববিদ্যালয়ে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
COFAM-এর এই স্বল্প-মেয়াদী কোর্স যার মূল লক্ষ্য সাধারণ মানুষ এবং শিক্ষার্থী উভয়ের চাহিদা পূরণ করা। অর্থাৎ, এই কোর্স করার জন্য কোন ডিগ্রির প্রয়োজন নেই সাধারণ মানুষ এবং শিক্ষার্থী যে কেউ এই কোর্স করতে পারে।
শিলিগুড়ি: ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট কেন্দ্র(COFAM), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য নতুন স্বল্প-মেয়াদী এবং সার্টিফিকেট কোর্স চালু করেছে। এই কোর্সগুলিতে মূলত ফুল চাষ এবং কৃষি-ব্যবসার কীভাবে দ্রুত বিকাশ সম্ভব সে সম্পর্কে ছাত্র, পেশাদার কৃষকদের ব্যবহারিক দক্ষতা ও শিক্ষাদান সম্পর্কে জানানোর জন্য এই কোর্সটি বানানো হয়েছে।
COFAM-এর এই স্বল্প-মেয়াদী কোর্স যার মূল লক্ষ্য সাধারণ মানুষ এবং শিক্ষার্থী উভয়ের চাহিদা পূরণ করা। অর্থাৎ, এই কোর্স করার জন্য কোন ডিগ্রির প্রয়োজন নেই সাধারণ মানুষ এবং শিক্ষার্থী যে কেউ এই কোর্স করতে পারে।
যে সমস্ত বিষয় শেখানো হয়:
advertisement
উদ্ভিদ টিস্যু কালচার
মাশরুম স্পন সংস্কৃতি
বাণিজ্যিক হাইড্রোপনিক্স
ল্যান্ডস্কেপিং এবং নার্সারি ব্যবস্থাপনা
advertisement
গ্রিনহাউসে উচ্চ-মূল্যের বিদেশী ফসলের চাষ
জৈব চাষ এবং এর সার্টিফিকেশন
উন্নত ফ্লোরিকালচার কৌশল
উচ্চ-ঘনত্বের ফলের বাগান ব্যবস্থাপনা
উদ্যান ফসলের কীটপতঙ্গ ও রোগ ব্যবস্থাপনা (আইপিএম)
উদ্যান ফসলের সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা
ভার্মিকম্পোস্ট উৎপাদন
টেরেস এবং কিচেন গার্ডেনিং
ঝিনুক মাশরুম চাষ
বন উন্নয়নের মিয়াওয়াকি পদ্ধতি
স্ট্রবেরি চাষ
ড্রাগন ফল চাষ
ফ্লাওয়ার ডাইং টেকনিক
advertisement
COFAM-এর প্রধান ডাঃ দেবাশিস দত্ত বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের কৃষি-ব্যবসায়ি এবং ফুল চাষ বিশেষজ্ঞ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ৷ আমাদের নতুন স্বল্পমেয়াদী এবং সার্টিফিকেট কোর্সগুলি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে৷ এবং শিল্প-প্রাসঙ্গিক দক্ষতা যা আমাদের শিক্ষার্থীদের তাদের কর্মজীবনে উৎকর্ষ সাধন করতে এবং কৃষি খাতের বৃদ্ধি ও স্থায়িত্বে অবদান রাখতে সাহায্য করবে।”
advertisement
কোফামের অধ্যাপক অমরেন্দ্র কুমার পান্ডে বলেন, ‘ এই কোডগুলি মূলত তাদের জন্যই যারা চাষাবাদে আগ্রহী এবং নতুন কিছু করতে চায়। এই স্বল্পমেয়াদী কোর্স গুলি করে তারা নিজের নিজের জায়গায় দৃষ্টান্তমূলক চাষাবাদ করে ব্যবসা করতে পারবে
advertisement
ভর্তির বিবরণ: নতুন কোর্সের জন্য ভর্তি শুরু হবে ১ লা জুলাই ২০২৪ । আগ্রহী প্রার্থীরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন বা কোর্সের বিবরণ সম্পর্কে জানতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্যের জন্য সরাসরি COFAM-এর সাথে যোগাযোগ করতে পারেন।
কোর্সের মেয়াদ: প্রতিটি কোর্স ৩ মাস এবং ৬ মাসের করা হয়ে থাকে এবং কোর্স শেষে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয় বিশদে জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে।
advertisement
ওয়েবসাইট: www.nbu.ac.in
https://www.nbu.ac.in/acr/cofam.aspx
ফোন নাম্বার: +91 99337 72912 / +91
8768525564
ইমেইল : biotech@nbu.ac.in
কোর্স ফি: ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে অথবা সরাসরি ফোন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন।
advertisement
ঠিকানা:বায়ো-টেকনোলজি (COFAM), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রাজা রামমোহনপুর,পোস্ট অফিস- এন বি ইউ, জেলা-দার্জিলিং, পশ্চিমবঙ্গ, পিন-৭৩৪০১৩
গুগল লোকেশন:COFAM-NBU
https://maps.app.goo.gl/PEvwAo9CC6F8Lhwc6
view commentsঅনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2024 8:27 PM IST