CBSE Result 2025 Date and Time: শুক্রতে মাধ্যমিকের সঙ্গেই সিবিএসসির ফলপ্রকাশ? যা জানাল বোর্ড
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
CBSE Class 10th, 12th Results 2025 Date and Time: সিবিএসই চলতি মাসে দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করব বলেই খবর। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল আগামীকাল ঘোষণা করা হতে পারে।
নয়াদিল্লিঃ সিবিএসই চলতি মাসে দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করব বলেই খবর। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল আগামীকাল ঘোষণা করা হতে পারে। কিন্তু বোর্ডের এক কর্মকর্তারা নিউজ১৮-কে জানিয়েছেন এখনও দিন চূড়ান্ত করা হয়নি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে, প্রায় ৪২ লক্ষ শিক্ষার্থী সিবিএসই বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিল।
আরও পড়ুনঃ একদম সময় নেই হাতে! কালো হয়ে যাবে চারিদিক! ভারী বৃষ্টিতে কাঁপবে দক্ষিণের ৪ জেলা
ঘোষণার পর, শিক্ষার্থীরা তাঁদের মাধ্যমিক (দশম শ্রেণী) এবং উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) ফলাফল সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট – cbse.gov.in, cbseresults.nic.in, এবং results.cbse.nic.in-এর মাধ্যমে দেখতে পারবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রোজ কতক্ষণ খোলা থাকবে দিঘার জগন্নাথ মন্দির? জানালেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট
view commentsগত, বুধবার আইএসসি এবং আইসিএসসি বোর্ডের ফলাফল প্রকাশ হয়েছে। অন্যদিকে, আগামিকাল শুক্রবার ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। এবং আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে। সব বোর্ডের রেজাল্ট বেরনোর পরই কলজের ভর্তির প্রক্রিয়া শুরু হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 2:27 PM IST