CBSE দশম শ্রেণির ফল প্রকাশিত! পাশের হারে এবারও ছেলেদের ছাড়িয়ে গেল মেয়েরা! কোথায় দেখবেন রেজাল্ট?
- Published by:Tias Banerjee
Last Updated:
২০২৫ সালের CBSE দশম শ্রেণির পরীক্ষায় পাসের হার ৯৩.৬৬ শতাংশ! ছাত্রীরা ৯৫ শতাংশ পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৯২.৬৩ শতাংশ। ত্রিবানদ্রম ও বিজয়ওয়াড়ায় পাসের হার সবচেয়ে বেশি, ৯৯.৭৯ শতাংশ।
২০২৫ সালের CBSE দশম শ্রেণির পরীক্ষায় মোট পাসের হার ৯৩.৬৬ শতাংশ। এই বছরে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল ফল করেছে। ছাত্রীরা ৯৫ শতাংশ পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৯২.৬৩ শতাংশ।
এই বছর দশম শ্রেণির পরীক্ষায় ৪২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত। দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ।
advertisement
advertisement
অঞ্চলভিত্তিক পাসের হারে দেখা যাচ্ছে, ত্রিবানদ্রম ও বিজয়ওয়াড়া– দুটি অঞ্চলেই পাসের হার সবচেয়ে বেশি, ৯৯.৭৯ শতাংশ। বেঙ্গালুরুতে এই হার ৯৮.৯০ শতাংশ, চেন্নাইয়ে ৯৮.৭১ শতাংশ, পুনেতে ৯৬.৫৪ শতাংশ, আজমেরে ৯৫.৪৪ শতাংশ, দিল্লির পশ্চিম অঞ্চলে ৯৫.২৪ শতাংশ এবং পূর্ব দিল্লিতে ৯৫.০৭ শতাংশ। চণ্ডীগড়ে পাসের হার ৯৩.৭১ শতাংশ, পঞ্চকুলায় ৯২.৭৭ শতাংশ, ভোপালে ৯২.৭১ শতাংশ, ভুবনেশ্বরে ৯২.৬৪ শতাংশ, পাটনায় ৯১.৯০ শতাংশ, দেহরাদুনে ৯১.৬০ শতাংশ, প্রয়াগরাজে ৯১.০১ শতাংশ, নয়ডায় ৮৯.৪১ শতাংশ এবং গুয়াহাটিতে ৮৪.১৪ শতাংশ।
advertisement
ছাত্রছাত্রীরা CBSE দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল দেখতে পারবে cbseresults.nic.in, cbse.gov.in, results.cbse.nic.in, results.digilocker.gov.in এই ওয়েবসাইটগুলিতে। এছাড়া UMANG অ্যাপ থেকেও ফলাফল দেখা যাবে।

CBSE দশম শ্রেণির ফল প্রকাশিত! পাশের হারে ছেলেদের ছাড়িয়ে গেল মেয়েরা! কোথায় দেখবেন রেজাল্ট? (Representative Image: AI)
advertisement
চলতি বছরে দশম শ্রেণির পরীক্ষায় ৪৫ হাজার ৫১৬ জন ছাত্রছাত্রী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর ১.৯২ শতাংশ। পাশাপাশি, ১ লক্ষ ৯৯ হাজার ৯৪৪ জন ছাত্রছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৮.৪৩ শতাংশ।
CBSE দশম শ্রেণির মার্কশিটে পরীক্ষার নাম, বোর্ডের নাম, ছাত্র বা ছাত্রীর নাম, রোল নম্বর, জন্মতারিখ, পিতা ও মাতার নাম, বিষয় ও বিষয় কোড এবং থিওরি ও প্র্যাকটিক্যালের নম্বর উল্লেখ থাকবে।
advertisement
যেসব পরীক্ষার্থী তাদের নম্বর নিয়ে অসন্তুষ্ট তারা পুনর্মূল্যায়ন বা রিভিউয়ের জন্য আবেদন করতে পারেন। গত বছরের মতোই, যারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে চান তাদের প্রতি প্রশ্নের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। যারা মার্কশিটের ফটোকপি পেতে চান তাদের ৭০০ টাকা দিতে হবে, আর উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের জন্য ৫০০ টাকা খরচ হবে। পুনর্মূল্যায়ন বা অন্য কোনও পরিষেবার জন্য প্রদত্ত ফি কোনও অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 5:21 PM IST