CBSE Class 10 Board Exams: পড়ুয়াদের জন্য বড় খবর, সিবিএসই বোর্ডের দশম শ্রেণিতে এবার বছরে দু'বার পরীক্ষা! জানুন

Last Updated:

CBSE Class 10 Board Exams: পাল্টে যাচ্ছে নিয়ম! ২০২৬ থেকে এবার বছরে দু’বার হবে দশম শ্রেণির পরীক্ষা? পড়ুয়াদের জন্য বড় খবর। জেনে নিন...

পাল্টে যাচ্ছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার নিয়ম
পাল্টে যাচ্ছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার নিয়ম
নয়াদিল্লি: পাল্টে যাচ্ছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার নিয়ম। এবার বছরে দু’বার হবে দশম শ্রেণির পরীক্ষা! ক্লাস টেনের পরীক্ষা নিয়ে বরাবরই টেনশন থাকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। প্রত্যেক পড়ুয়াই এই পরীক্ষায় নিজের সেরাটা দিতে চান। এবার এই দশম শ্রেণির পরীক্ষা নিয়েই নেওয়া হল বড় সিদ্ধান্ত। এবার থেকে বছরে দু’বার হবে দশম শ্রেণির পরীক্ষা।
ছাত্রছাত্রীদের উপর থেকে চাপ কমাতে এহেন সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই (CBSE) তথা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ২০২৬ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বছরে দু’বার আয়োজিত হতে পারে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল, পরীক্ষার্থীদের চাপ কমানো এবং তাদের আরও ভাল ভাবে প্রস্তুতির সুযোগ করে দেওয়া। শুধু ভারতেই নয়, সারা বিশ্বের ২৬০টি সিবিএসই স্কুলেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে।
advertisement
আরও পড়ুন: বিশ্বের ১০ দরিদ্রতম দেশের তালিকা ২০২৫-এ ভারতের কোন বন্ধু দেশের নাম উঠে এল জানেন? উত্তর জানলে চমকে যাবেন
এই সিদ্ধান্তের প্রক্রিয়া সম্পন্ন করতে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সিবিএসই কর্তৃপক্ষ, এনসিইআরটি, কেভিএস এবং এনভিএস-এর সদস্যরা। বৈঠকে এই বিষয়ে একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়, যা আগামী সোমবার জনসমক্ষে প্রকাশ করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার সন্তানকে KVS-এ ভর্তি করতে চান? কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ানোর খরচ কত-কীভাবে আবেদন করবেন জানুন
সিবিএসই তাদের এক্স হ্যান্ডেলে এই বৈঠক সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে এবং জানিয়েছে যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলগুলিতেও সিবিএসই নতুন পাঠক্রম এবং নীতি কার্যকর করবে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে বলেন, ‘আমরা সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুই বার নেওয়ার জন্য একটি নতুন রণনীতি তৈরি করছি। এই পরিকল্পনার উদ্দেশ্য হল পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ না ফেলা এবং তাদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও মনোজ্ঞ করা।’ তিনি আরও বলেন, ‘এই নীতি বোর্ডের পরীক্ষায় একটি বড় পরিবর্তন আনবে, যা পড়ুয়াদের চাপমুক্ত শিক্ষা প্রদান করবে।’
advertisement
আগামী সোমবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আধিকারিক, শিক্ষামন্ত্রক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এনসিইআরটি-র নেতৃস্থানীয় আধিকারিক, কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান এবং নভোদয় বিদ্যালয় সমিতির আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হবে যেখানে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Class 10 Board Exams: পড়ুয়াদের জন্য বড় খবর, সিবিএসই বোর্ডের দশম শ্রেণিতে এবার বছরে দু'বার পরীক্ষা! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement