Career Tips: গয়না ডিজাইন করে লাখ লাখ টাকার চাকরি-ব্যবসা, কীভাবে আবেদন-কত খরচ সব জানুন

Last Updated:

Career Tips: পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক কারিগর এখানে কাজ করছেন। গয়না ডিজাইনের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করলে এই কোর্সটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হয়ে উঠতে পারে।

গয়না ডিজাইন (ফাইল ছবি)
গয়না ডিজাইন (ফাইল ছবি)
কলকাতা: গয়না মানেই উদ্ভাবনী ক্ষমতা। তার নির্দিষ্ট কোনও এক ধরনের ডিজাইন হয় না। যুগের সঙ্গে তাল মিলিয়ে, প্রয়োজন এবং চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়ত ডিজাইন বদলে বদলে যায়। আজ যা ফ্যাশনেবল বলে কেনার হিড়িক পড়ে, কাল সেই ডিজাইন আবার বাতিলও হয়ে যায়।
কথাটা সোনার গয়নার ক্ষেত্রেও শতকরা ১০০ ভাগ সত্যি। তাই, সোনার গয়না ডিজাইন করার কোর্স করলে তা যে হলুদ ধাতুর মতোই ভবিষ্যতকে উজ্জ্বল করে তুলতে পারে, এই নিয়ে সন্দেহ প্রকাশ করা চলে না।
পশ্চিম উত্তর প্রদেশের মেরঠ সোনার শহর নামেও পরিচিত। এখানে তৈরি গহনার চাহিদা কেবল দেশেই নয়, এশিয়ার প্রধান দেশগুলিতেও রয়েছে। কারণ এখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় নকশা প্রস্তুত করা হয়। এই বিষয়টি মাথায় রেখে চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ে বিএসসি জুয়েলারি ডিজাইন কোর্স শুরু করা হয়েছে, যাতে তরুণ তরুণীরা তাঁদের পড়াশোনার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সুপারহিট সব ছবির অভিনেতা, এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন! কেন? কারণ শুনলে চোখে জল আসবে
পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও প্রদান করা হবে এই কোর্সে। চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ের বিএসসি জুয়েলারি ডিজাইন কোর্সের অধ্যাপক বিন্দু শর্মা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কোর্সে মানসম্মত শিক্ষা প্রদান করা হচ্ছে যাতে তাঁরা কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারেন।
advertisement
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি মেরঠের ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুয়েলারি টেকনোলজিতে শিক্ষার্থীদের গয়না ডিজাইনের ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়। এর মাধ্যমে, শিক্ষার্থীরা মেরঠেই গয়না শিল্পে কেরিয়ার গড়তে পারবেন।
কোর্স ফি তেমন বেশি নয়, সঙ্গে রয়েছে ডিগ্রির সুবিধাও। অধ্যাপক বিন্দু শর্মা জানিয়েছেন, এই কোর্সের জন্য বার্ষিক ফি ৪৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, যাঁরা এই কোর্সটি ১ বছর ধরে অধ্যয়ন করবেন তাদের একটি ডিপ্লোমা, যাঁরা ২ বছর ধরে অধ্যয়ন করবেন তাঁদের একটি অ্যাডভান্সড ডিপ্লোমা এবং যাঁরা ৩ বছরের কোর্স সম্পন্ন করবেন, তাঁদের একটি ডিগ্রি প্রদান করা হবে। এই কোর্সে মোট ৫০টি আসন রয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘বেরনোর গেটে পৌঁছে দেখি দুই বন্দুকধারী দাঁড়িয়ে, কীভাবে বাঁচলাম আমি?’, পহেলগাঁওতে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে বেঁচে এখনও ভয়ে কাঁপছেন প্রসন্ন
এর হাত ধরেই এক নতুন সূচনার মুখে এসে দাঁড়িয়েছে মেরঠ। আগে শিক্ষার্থীদের এই কোর্সের জন্য দিল্লি এবং মুম্বই যেতে হত, কিন্তু এখন তাঁরা মেরঠেই উচ্চমানের শিক্ষা এবং প্রশিক্ষণ পাবেন। পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক কারিগর এখানে কাজ করছেন। মেরঠ গহনা ডিজাইনের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করলে এই কোর্সটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হয়ে উঠতে পারে।
advertisement
এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক যে কোনও শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। যে কোনও স্ট্রিমের শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Career Tips: গয়না ডিজাইন করে লাখ লাখ টাকার চাকরি-ব্যবসা, কীভাবে আবেদন-কত খরচ সব জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement