NEET 2021: এই প্রবেশিকা পরীক্ষা না দিয়েও আসা যেতে পারে মেডিক্যাল প্রফেশনে, জেনে নিন বিকল্প শাখা

Last Updated:

National Eligibility Cum Entrance Test (NEET) 2021-তে না বসেও আসা যাবে মেডিক্যাল প্রফেশনে

NEET 2021: National Eligibility Cum Entrance Test (NEET) 2021-তে না বসেও আসা যাবে মেডিক্যাল প্রফেশনে। এই পরীক্ষায় কোনও ভাবে পাশ না করলেও স্বপ্নের মেডিক্যাল প্রফেশনকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়া যেতে পারে। কী ভাবে? রইল টিপস!
NEET অন্যান্য অনেক পরীক্ষার চেয়ে কঠিন, বলে থাকেন অনেক পড়ুয়াই। ফলে এই পরীক্ষায় পাশ করেন না বা পছন্দের ব়্যাঙ্ক পান না, এমন পড়ুয়ার সংখ্যাও কম নয়। তবে, অনেকেরই মেডিক্যাল প্রফেশনে যাওয়ার ইচ্ছে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রফেশনে আসতে গেলে অনেক সময়ে এই পরীক্ষায় পাশ না করলেও চলে। শুধু দ্বাদশ বিভাগে থাকতে হবে সায়েন্স। তাহলেই মিলতে পারে মেডিক্যাল প্রফেশনের এই বিভাগগুলিতে এন্ট্রি-
advertisement
. ফার্মেসি- এই প্রফেশনে আসতে গেলে NEET না দিলেও চলে। এর জন্য ইচ্ছুক পড়ুয়াকে BPharm কোর্স করতে হবে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই কোর্স হয়। এর জন্য দিতে হয় PUCET, MHTCET, BITSAT, KCET, TSEAMCETt পরীক্ষা। বাছাই করা প্রার্থীরা ফার্মাসিস্ট, ড্রাগ ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টর পদে নিযুক্ত হতে পারবেন
advertisement
advertisement
. ফিজিওথেরাপিস্ট- শরীরের কোনও অংশ মুভ করতে সমস্যা হলে ফিজিওথেরাপি করা হয়। এই সংক্রান্ত পড়াশোনা করেই একজন ফিজিওথেরাপিস্ট হতে পারে। এর জন্য দ্বাদশ বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মূল বিষয় হিসেবে থাকতে হবে। ফিজিওথেরাপির কোর্স করার পর ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করা যাবে
advertisement
. সাইকোলজি- মানুষের মানসিক স্থিতি ব্যবহার, এই সংক্রান্ত বিষয়ে কোনও সমস্যা হলে তার উপায় বলে দিতে পারেন সাইকোলজিস্টরা। এর জন্য উচ্চ মাধ্যমিকের পর সাইকোলজিতে Bachelor of Arts (BA) করা যেতে পারে। উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেলেই এই বিভাগে পড়ার জন্য আবেদন করা যেতে পারে। বিভিন্ন স্কুল, হাসপাতাল, অফিস থেকে ক্লিনিকে সাইকোলজিস্টরা কাজ করে থাকেন
advertisement
. নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান- একজন নিউট্রিশনিস্টের কাজ রোগীর জন্য সঠিক খাদ্যের তালিকা তৈরি করা। রোগীর শরীরের কথা মাথায় রেখে তৈরি সেই তালিকা তাকে সুস্থ থাকতে সাহায্য করে। তাছাড়া বর্তমানে ডায়েটিশিয়ানের প্রচুর চাহিদা রয়েছে। সুস্থভাবে থাকতে অনেকেই ডায়েটিশিয়ানের দ্বারস্থ হয়ে থাকেন। বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ছাড়াও এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খেলার বিভিন্ন বিভাগে বা স্কুলেও থেকে থাকেন
advertisement
এই চারটি পেশা ছাড়াও কেউ জুলজিতে BSc করতে পারে, বোটানিতে BSc করতে পারে এবং BA- কিছু কোর্স রয়েছে মেডিক্যাল রিলেটেড
advertisement
প্রসঙ্গত, NEET 2021 হতে চলেছে ১২ সেপ্টেম্বর, ১৩ টি ভারতীয় ভাষায়। প্রশ্নের সংখ্যা চলতি বছর ১৮০ থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০। প্রত্যেকটি প্রশ্নের উত্তরই প্রার্থীদের দিতে হবে। এবছর BSc Nursing (Honours) করার জন্যও NEET দিতে হবে বলে জানানো হয়েছে
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NEET 2021: এই প্রবেশিকা পরীক্ষা না দিয়েও আসা যেতে পারে মেডিক্যাল প্রফেশনে, জেনে নিন বিকল্প শাখা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement