BSNL Recruitment 2021: BSNL-এ প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (BSNL Recruitment 2021)
#হায়দরাবাদ: সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেডের (Bharat Sanchar Nigam Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে তেলঙ্গানা সার্কেলের অধীনে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (BSNL Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (BSNL Recruitment 2021)। আবেদনের শেষ দিন ২৯ নভেম্বর, ২০২১ তারিখ। (BSNL Recruitment 2021)
BSNL Technicians Apprenticeship Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
BSNL Technicians Apprenticeship Recruitment 2021: বেতনক্রম
আরও পড়ুন: CSIR-এ প্রচুর পদে নিয়োগ! কোথায় এবং কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত...
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৮,০০০ টাকা ভাতা পাবেন।
BSNL Technicians Apprenticeship Recruitment 2021: বিশেষ ঘোষণা
advertisement
নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত অসম্পূর্ণ/ভুল অনলাইন আবেদনগুলি প্রত্যাখ্যান করা হবে। আবেদন করতে চান এমন প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকা আবশ্যিক।
প্রার্থীরা জানানো হয়েছে যে, NATS দ্বারা প্রদত্ত তথ্য অনুসারে, প্রার্থীরা, যাঁরা ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিস (সংশোধিত) আইন ১৯৭৩ এর অধীনে ট্রেনিং নিয়েছেন তাঁরা আবেদন করার যোগ্য নন।
advertisement
BSNL Technicians Apprenticeship Recruitment 2021: নির্বাচন প্রক্রিয়া
ADT BoAT (SR) এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড, হায়দরাবাদের আধিকারিকদের সার্টিফিকেট যাচাই করার পরে, জেনারেল/ SC/ ST/ OBC বিভাগ অনুসারে চূড়ান্ত পর্যায়ের তালিকা তৈরি করা হবে। নির্বাচিত অ্যাপ্রেন্টিসরা তেলঙ্গানা রাজ্য/সার্কেলের যে কোনও জায়গায় পরিষেবা দেওয়ার জন্য দায়বদ্ধ থাকবেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) |
পদের নাম: | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা: | ২২ |
কাজের স্থান: | তেলঙ্গানা |
কাজের ধরন: | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ২৯.১১.২০২১
BSNL Technicians Apprenticeship Recruitment 2021: আবেদন পদ্ধতি
স্টেপ-১: NATS-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করতে হবে- www.mhrdnats.gov.in
স্টেপ-২: রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি অনন্য তালিকা তৈরি করা হবে।
প্রার্থীদের তালিকাভুক্তির যাচাইকরণ এবং অনুমোদনের জন্য কমপক্ষে একদিন অপেক্ষা করতে হবে। এর পরে, প্রার্থীরা স্টেপ-৩ এ যেতে পারেন।
advertisement
স্টেপ-৩: পোর্টালে লগ ইন করে এস্টাব্লিশমেন্ট অপশনে যেতে হবে।
স্টেপ-৪: প্রতিষ্ঠার নাম নির্বাচন করে, আবেদনে ক্লিক করে আবেদন করতে হবে।
Location :
First Published :
November 26, 2021 5:03 PM IST