Bengal Education News: পড়ুয়াদের জন্য সুখবর! এবার ডিসট্যান্সে গ্র্যাজুয়েশনও সম্ভব, কোন কলেজে সুযোগ জানেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Bengal Education News: এবার আপনার জন্য রয়েছে সুখবর। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে চালু হল দূরবর্তী আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। জানুন।
উত্তর দিনাজপুর: রায়গঞ্জে ছেলেমেয়েদের জন্য সুখবর! আপনি যদি চাকরি করছেন? কিংবা বয়স হয়ে গিয়েছে তাই কলেজে ভর্তি হতে লজ্জা পাচ্ছেন? এবার আপনার জন্য রয়েছে সুখবর। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে চালু হল দূরবর্তী আন্ডার গ্র্যাজুয়েট পঠনপাঠন।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষচন্দ্র বিশ্ববিদ্যালয়– এই দুটি স্টাডি সেন্টারের মাধ্যমে আপনিও এবার আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট করতে পারবেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে। জানা যায়, এতদিন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় পোস্ট গ্র্যাজুয়েট করানো হত। তবে বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা চালু হয়েছে এই মহাবিদ্যালয়ে।
আরও পড়ুন: দিল্লির IAS কোচিং সেন্টারে পড়ুয়াদের মৃত্যুতে ধৃত ইউটিউবার মনুজ কাঠুরিয়া, কিন্তু কী কারণে এই গ্রেফতারি?
এদিন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে নয়টি বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট পঠনপাঠনের অনুমতি মিলল। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় জানান, এখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং অপরটি নেতাজি সুভাষচন্দ্র বিশ্ববিদ্যালয় এই দুটি স্টাডি সেন্টার চালানো হয়। এতদিন দুটি স্টাডি সেন্টারে পোস্ট গ্র্যাজুয়েট লার্নার সাপোর্ট সিস্টেম দেওয়া হত। তবে এবার আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কার্যক্রম চালানোর কাগজপত্র পেয়েছি।
advertisement
advertisement
অনেক সময় টাকা পয়সার অভাবে অল্প বয়সেই অনেক ছাত্র-ছাত্রী রেগুলার এ পড়াশোনা করতে পারেন না। তাঁদের জন্য আন্ডার গ্র্যাজুয়েট পঠন-পাঠনের ব্যবস্থা করল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। এরপর রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে বাংলা, ইংরেজি ,ইতিহাস, এডুকেশন, সোসিয়োলজি, পলিটিক্যাল সাইন্স, ইকোনোমিক্স-সহ মোট ৯ টি বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট করতে পারবেন ছাত্রছাত্রীরা।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 7:44 PM IST