Bankura News: জঙ্গলমহলের ছেলেমেয়েদের আইপিএস অফিসার হওয়ার রাস্তা আরও সহজ হল এবার
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bankura News: এই স্টাডি সেন্টারে ফ্রিতে পাওয়া যাবে প্রস্তুতির সমস্ত পাঠ্যপুস্তক, বসে পড়ার ব্যবস্থা রয়েছে তার সঙ্গে রয়েছে বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: এ বার জঙ্গলমহলের প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরা খুব সহজেই তৈরি হতে পারবেন ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য। খাতরা টাউন গ্রন্থাগারের নবনির্মিত স্টাডি সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে ইউপিএসসি এবং ডব্লিউ বিসিএস পরীক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকছে সব রকম সুযোগ-সুবিধা। শুক্রবার দুপুর তিনটে নাগাদ বাঁকুড়া জেলার খাতরা মহকুমার খাতরায় খাতরা টাউন গ্রন্থাগারে নবনির্মিত স্টাডি সেন্টার উদ্বোধন করলেন বাঁকুড়া জেলাশাসক কে রাধিকা আইয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধিকারিকরা এবং মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়।
এই অত্যাধুনিক স্টাডি সেন্টারে থাকছে পড়াশোনা করবার জন্য আলাদা আলাদা কক্ষ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একদম চলতি পাঠ্যপুস্তক এবং বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা। খাতরা মহকুমার ছাত্র-ছাত্রীদের প্রতিভা যাতে আরও বিকশিত হয় সেই কারণে এই ব্যবস্থা নিয়েছে সরকার। বাঁকুড়া জেলাশাসকের অনুপ্রেরণায় বাঁকুড়া জেলার খনিজ তহবিলের সাহায্যে এবং খাতরা মহকুমার প্রশাসনের তরফ থেকে তৈরি হয়েছে এই পাঠকক্ষ।
advertisement
বাঁকুড়া জেলার জেলাশাসক রাধিকা আইয়ার জানান “পঞ্চায়েত ভোটের পর খুব শীঘ্রই খাতরা মহকুমার জন্য একটি বিশেষ উপহার এই অত্যাধুনিক পাঠকক্ষ। এই পাঠঘরে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ভাল ভাল বই এবং ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
বিষয়টির রূপায়িত করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন খাতরা মহকুমার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিক ও আইএস অফিসাররা। খাতড়া মহকুমার মহকুমা শাসক জানান “এই বিশেষ অত্যাধুনিক পাঠকক্ষ সোমবার থেকে শনিবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এবং পরবর্তীকালে রবিবারেও এই পাঠকক্ষ খুলে রাখার ব্যবস্থা করা হবে।\”
advertisement
খাতরা মহকুমার যুব মানব সম্পদ যাতে গোটা বাঁকুড়া জেলা তথা ভারতবর্ষের উন্নতিতে বুদ্ধিমত্তার মূল্যবান উৎস হতে পারে, সেই জন্যই এমন উদ্যোগ, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। শিক্ষাই জগতের আলো এবং শিক্ষাকে সম্বল করেই জঙ্গলমহলে কি এবার তৈরি হবে নব বিপ্লব? সেই উত্তর একমাত্র সময় বলতে পারবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 8:51 PM IST