New rule for School: রবীন্দ্রসুরে ক্লাসের শুরু! রাজ্যের সব স্কুলে প্রার্থনা সংগীত “বাংলার মাটি বাংলার জল”
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
New rule for School: "বাংলার মাটি বাংলার জল" হল স্কুলের প্রার্থনা সংগীত। রাজ্য সংগীত এবার স্কুলে স্কুলে বাধ্যতামূলক করা হল প্রার্থনা সংগীত হিসেবে। রাজ্যজুড়ে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সব স্কুলকে নোটিস।
কলকাতাঃ “বাংলার মাটি বাংলার জল” হল স্কুলের প্রার্থনা সংগীত। রাজ্য সংগীত এবার স্কুলে স্কুলে বাধ্যতামূলক করা হল প্রার্থনা সংগীত হিসেবে। রাজ্যজুড়ে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সব স্কুলকে নোটিস। “বাংলার মাটি -বাংলার জল”-কে প্রার্থনা সংগীত হিসেবে গাইতে হবে। ক্লাস শুরুর আগে বাধ্যতামূলক হিসাবে গাইতে হবে। নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্যানুসারে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালে রচিত বিখ্যাত “বাংলার মাটি বাংলার জল” গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল। কবি কর্তৃক রচিত ভারতের জাতীয় সঙ্গীত “জনমনগণ অধিনায়ক জয় হে”র প্রতি বিদ্যালয়ে নিয়মিত গাওয়ার পাশাপাশি, এই রাজ্যসঙ্গীত গীত হলে, তা সমগ্র রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যর বিশেষ অনুঘটক হিসেবে সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে বলে আমরা দৃঢ়বিশ্বাসী।”
advertisement
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্যানুসারে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালে রচিত বিখ্যাত “বাংলার মাটি বাংলার জল” গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল। কবি… pic.twitter.com/OjWD68ddjD
— Bratya Basu (@basu_bratya) November 6, 2025
advertisement
পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ এবং রবীন্দ্রনাথ রচিত ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি হবে পশ্চিমবঙ্গের ‘রাজ্য সঙ্গীত’ হবে বলে ২০২৩ সালে বিধানসভায় প্রস্তাব পাশ হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি লিখেছিলেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 7:54 PM IST

