Bangla News: রেকর্ড-রেকর্ড! ডকুমেন্টারি বানিয়ে বাংলার এই ছাত্র যা করে ফেললেন অবিশ্বাস্য, কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ

Last Updated:

Bangla News: ছোট থেকেই ইচ্ছে তথ্যচিত্র বানানোর, আর এই তথ্যচিত্র বানিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এ সায়ন বোস। কী ঘটনা জানলে চমকে যাবেন। আনন্দ হবে...

+
বিশ্বভারতী

বিশ্বভারতী ছাত্র

বীরভূম: ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এ নাম তোলার ইচ্ছে রয়েছে সকলের। বিভিন্ন প্রতিভার মাধ্যমে ইন্ডিয়ান রেকর্ডসে নাম তোলেন সাধারণ মানুষ। তবে অনেকেই হয়তো জানেন না কী এই রেকর্ড!
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book of Records) হল এমন একটি সংস্থা যা ভারতে অর্জিত বিভিন্ন অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি দেয় এবং সম্মানিত করে। এটি একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তি, দল বা সংস্থা তাদের বিশেষ কাজের জন্য স্বীকৃতি পায়। এই স্বীকৃতি সাধারণত কোনও বিশেষ রেকর্ড স্থাপন বা অসাধারণ কোনও কাজের জন্য দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: ‘দিলীপ আমার উপযুক্ত’! কীভাবে রিঙ্কু-দিলীপের পরিচয়? কে কাকে বিয়ের প্রস্তাব দেন? রইল এক্সক্লুসিভ সাক্ষাৎকার
আর সেই অসাধারণ কাজ করে দেখিয়েছেন বীরভূমের এই যুবক। বীরভূমের বোলপুরের বাসিন্দা সায়ন বোস। তিনি বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনার্স বিভাগের ছাত্র। ছোট থেকে বিভিন্ন ডকুমেন্টারি বানাতে পছন্দ করেন সায়ন বোস। আর সেইগুলি তার নিজস্ব ফেসবুক অথবা ইউটিউব পেজে পোস্ট করেন সায়ন।
advertisement
advertisement
তবে সায়নের মনের মধ্যেই একদিন হঠাৎ ইচ্ছা জাগে হয়তো ইউটিউবে যে ভিডিও পোস্ট করেন সেই ভিডিও পাঠিয়ে দেওয়া যেতে পারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। আর সেখানে পাঠিয়েই লক্ষ্মী লাভ!
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! মায়ের কথাতেই ছাদনাতলায় ‘নাড়ু’, পাত্রী রিঙ্কু কে?
প্রথমে সায়ন যখন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এ অ্যাপ্লাই করেছিলেন, তখন তিনি লিখেছিলেন, তিনি প্রায় ৪০০০-এর কাছাকাছি তথ্যচিত্র বানিয়েছেন। তখন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের তরফ থেকে জানানো হয়, যে তথ্যচিত্রগুলি তিনি বানিয়েছেন, সেগুলির একটি তালিকা তাদেরকে পাঠাতে। ইউটিউবে আপলোড করা রয়েছে তার প্রায় ১০৫৩টি মতো তথ্যচিত্র ভিডিও।
advertisement
আর তখনই সায়নকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের তরফ থেকে ‘ম্যাক্সিমাম ডকুমেন্ট্রি মেড অ্যান্ড আপলোড বাই ইউটিউব বাই ইন্ডিভিজুয়াল’এই রেকর্ডের আখ্যা দেওয়া হয়। আগামী দিনে সায়নের ইচ্ছে পড়াশোনার দিকে একটু মনোযোগী হওয়ার এবং তার সঙ্গে এই বিষয়ে চর্চা এগিয়ে নিয়ে যাওয়ার।
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bangla News: রেকর্ড-রেকর্ড! ডকুমেন্টারি বানিয়ে বাংলার এই ছাত্র যা করে ফেললেন অবিশ্বাস্য, কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement