Bangla News:অফলাইনে 'না', অনলাইনে পরীক্ষার দাবি! পথ অবরোধে বিশ্ববিদ্যালয়ের  ছাত্রছাত্রীরা

Last Updated:

Bangla News: পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। এরপর ছাত্রছাত্রীরা কলেজের দুই নম্বর গেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

অনলাইন পরীক্ষার দাবিতে পথ-অবরোধ
অনলাইন পরীক্ষার দাবিতে পথ-অবরোধ
ধূপগুড়ি: অফলাইনের পরিবর্তে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের সামনে ধূপগুড়ি থেকে কোচবিহারগামী সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা।আগামী ১৫ মে থেকে  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিসটেন্স-এর প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রীদের পরীক্ষা। কিন্তু হঠাৎ বেঁকে বসেছে ছাত্র-ছাত্রীরা।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ মাত্র দু'দিন তারা ক্লাস করার সুযোগ পেয়েছে এরইমধ্যে পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে তারা সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি। আর এই কারণে অফলাইন পরীক্ষার জায়গায় অনলাইন পরীক্ষার দাবি জানিয়েছেন তারা। শুধু দাবি জানানোই নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সড়ক অবরোধে বসে পড়েন ছাত্র-ছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।
advertisement
advertisement
পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। এরপর ছাত্রছাত্রীরা কলেজের দুই নম্বর গেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠছে যদি তাদের পরীক্ষার প্রস্তুতি না হয়ে থাকে, তবে অনলাইনে তারা কী ভাবে পরীক্ষা দেবেন?
advertisement
আন্দোলনকারী ছাত্রী দীপিকা রায় বলেন, "আমাদের এখনও পঠন-পাঠন সম্পন্ন হয়নি, এখনও অনেক পড়া বাকি অথচ আচমকা অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কলেজে পঠন-পাঠন সম্পূর্ণ না হলে কী করে পরীক্ষা দেব। তাই আমরা আজ পথ অবরোধের সামিল হয়েছি। আমাদের দাবি, অনলাইনে পরীক্ষা নিতে হবে।"
advertisement
আবু তাহের বলেন, আমাদের না জানিয়ে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং অফলাইনে পরীক্ষা হবে বলে তারা ঘোষণা করেছেন। তাই আজকে আমরা আন্দোলনে নেমেছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছি। আমাদের এখনও পঠন-পাঠন সম্পন্ন হয়নি। আমাদের সপ্তাহে দু দিন শুধু ক্লাশ হয়। আমাদের পঠন-পাঠন সম্পন্ন হয়নি,  তাহলে আমরা এত কম সময়ের মধ্যে পরিক্ষা দিব কী করে। তাই অফলাইনে এর পরিবর্তে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছি আমরা।
advertisement
ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালযয়ের অধ্যক্ষ তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা কেন্দ্রের সেন্টার ইনচার্জ ডা. নিলাংশু শেখর দাস বলেন, "লিখিত স্মারকলিপি দিয়েছে, আমরা কথা বলেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তবে এখন কোন কিছু করার মত পরিস্থিতি নেই কারণ ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই তার রুটিন চলে এসেছে। আর একটা বিশেষ পরিস্থিতির কারণেই ইউজিসির গাইডলাইন মেনে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে দু'বছর অনলাইনে পরীক্ষা নেওয়া হয়েছিল তবে এখনই ইউজিসি কেন্দ্রীয় ভাবে নতুন সিদ্ধান্ত নিয়েছে অফলাইনে পরীক্ষা হবে। এর বাইরে আর কিছু বলার বা করার ক্ষমতা আমার নেই।"
advertisement
প্রতিবেদন : রকি চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Bangla News:অফলাইনে 'না', অনলাইনে পরীক্ষার দাবি! পথ অবরোধে বিশ্ববিদ্যালয়ের  ছাত্রছাত্রীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement