Bangla News: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে রোবট বানিয়ে তাক লাগাল পড়ুয়ারা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
যুগের উন্নতির সঙ্গে সঙ্গে উন্নতি হতে হবে প্রযুক্তিতে। বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে সকলকে।
মেদিনীপুর: যুগের উন্নতির সঙ্গে সঙ্গে উন্নতি হতে হবে প্রযুক্তিতে। বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে সকলকে। তবে ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে আছে উদ্ভাবনী চিন্তাভাবনা। প্রযুক্তিগত যুগের সঙ্গে পাল্লা দিতে ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণের পর প্রতিযোগিতা করল আইআইটির অধীন একটি সংস্থা।
দীর্ঘ দশদিন ধীরে কর্মশালার আয়োজন হল মেদিনীপুরে। মেদিনীপুরের সাতটি স্কুল ও দুটি কলেজের পড়ুয়াদের নিয়ে হয়েছে এই কর্মশালা। ছোট ছোট রোবট বানিয়েছিল পড়ুয়ারা। রোবট চালিত যানবাহন-সহ নানা উদ্ভাবনী জিনিস বানিয়েছে পড়ুয়ারা। পাশাপাশি বিশেষ প্রতিযোগিতায় অংশ নেয় তারা। রোবোটিক্স আসলে কী তা বলতে গেলে বলা যায় রোবটিক্স ইলেকট্রনিক্স, মেকানিক্স এবং কম্পিউটার বিজ্ঞান যা স্বয়ংক্রিয় যন্ত্র এবং রোবট তৈরি পরিচালনা করে। এক ও একাধিক মানুষের পরিবর্তে একজন রোবট -ই করতে পারবে সেই সকল কাজ অতি সহজে। তার কাজগুলির মধ্যে যেমন রয়েছে পরিবহনের ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদনে। এমনকী প্রতিরক্ষা ক্ষেত্রেও রোবটকে কাজে লাগানো যেতে পারে।
advertisement
advertisement
যদিও বর্তমানে প্রতিরক্ষা ক্ষেত্রেও রোবটের সে কাজে লাগানো হচ্ছে এবং সেই কাজে লাগাচ্ছে বিভিন্ন দেশ। তাই হাতে কলমে শিক্ষিত করতে এবার জঙ্গলমহলে পড়ুয়াদেরই বেছে নিলেন এই আইআইটি কর্তৃপক্ষ। আর এই রোবটিস্ক কম্পিটিশন ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ উদ্দীপনা। অনেকেই ১০ দিনের কর্মশালায় শিখে তৈরি করা বিভিন্ন যন্ত্রাংশ রোবট এই কম্পিটিশনে অংশগ্রহণ করে।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2023 4:31 PM IST