#নয়াদিল্লি:সম্প্রতি বেনারস লোকোমোটিভ ওয়র্কসের (Banaras Locomotive Works)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে বেনারস লোকোমোটিভ ওয়র্কসের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। ওয়েবসাইটটি হল blw.indianrailways.gov.in
BLW Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য ২৬ এপ্রিল, ২০২২ তারিখ শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণ শুরু করার আগে প্রার্থীর শিক্ষানবিশ প্রশিক্ষণের আঞ্চলিক অফিস থেকে রেজিস্ট্রেশন নম্বর পেতে হবে। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণের জন্য নীচে পড়ুন।
• Non ITI-এর জন্য: প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ দশম শ্রেণির পরীক্ষা বা তার সমমানের (১০+২ পরীক্ষা পদ্ধতির অধীনে) উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের আগে প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা উত্তীর্ণ হতে হবে।
• ITI-এর জন্য: প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষা বা তার সমমানের (১০+২ পরীক্ষা পদ্ধতির অধীনে) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ পাশ করতে হবে এবং নির্ধারিত শাখায় অবশ্যই ITI পাস করতে হবে।
BLW Recruitment 2022: বয়স সীমা
• Non ITI-এর জন্য: প্রার্থীদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
• ITI-এর জন্য: প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
BLW Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
প্রতিটি শাখায় প্রার্থী নির্বাচন মেধা তালিকার ভিত্তিতে হবে। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে তৈরি করা হবে সেই মেধা তালিকা। নন আইটিআই নির্বাচনে, আইটিআই পাস প্রার্থীদের বাছাই করা হবে। তবে তাদের আইটিআই স্কোরের মান্যতা দেওয়া হবে না। তাদের শুধুমাত্র মার্কশিট/ সংশ্লীষ্ট শাখার শংসাপত্র থাকতে হবে।
BLW Recruitment 2022: আবেদন ফি
এই পোস্টে আবেদন করার সময় ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। অনলাইন পেমেন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকা জমা করা যেতে পারে। SC/ST/PH এবং মহিলা প্রার্থীদের জন্য কোন ফি লাগবে না।
Published by:Rukmini Mazumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।