Babita Sarkar gets appointment letter: লড়াকু ববিতার এক লড়াই শেষ, শুরু অন্য লড়াই

Last Updated:

শনিবার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিতে যাবেন ববিতা, এমনটা তাঁর পরিবার সূত্রে খবর। 

লড়াইয়ের চার মুখ, ববিতা সরকারের সঙ্গে স্বামী সঞ্জয় (ছবির বাঁদিকে) এবং দুই আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস৷
লড়াইয়ের চার মুখ, ববিতা সরকারের সঙ্গে স্বামী সঞ্জয় (ছবির বাঁদিকে) এবং দুই আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস৷
#কলকাতা: চার বছর লড়াই শেষে নিয়োগপত্র পেলেন ববিতা সরকার। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ববিতা সরকারকে নিয়োগপত্র তুলে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। পে লেভেল ১৫ অনুযায়ী বেতন পাবেন ববিতা সরকার। এন্ট্রি লেভেল বেতন হবে ৪২,৬০০ টাকা। এছাড়া ২০১৯ রোপা রুল অনুযায়ী বেতন সংক্রান্ত অন্যান্য সুবিধাও পাবেন তিনি।
শনিবার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিতে যাবেন ববিতা, এমনটা তাঁর পরিবার সূত্রে খবর। গত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ ছিল, ৩০ জুনের মধ্যে ববিতা সরকারকে নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ। সেই ডেডলাইন মেনেই নিয়োগপত্র বৃহস্পতিবার পেয়েছেন ববিতা।
advertisement
advertisement
এক লড়াই শেষ এবার আরও এক লড়াই শুরু। ছাত্রী তৈরির লড়াইয়ে ব্রতি এখন ববিতা। বৃহস্পতিবার কোলকাতা ছাড়ার আগে ববিতা সরকার জানান, "প্রত্যেক ছাত্রীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চাই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার ভগবান আমার কাছে। প্রত্যেক বঞ্চিতই ন্যায়বিচার পাক এই প্রার্থনা থাকবে আমার।"
সোমবার দুপুরে নিয়োগ সুপারিশপত্র পান ববিতা সরকার। ওইদিন স্কুল সার্ভিস কমিশনের অফিসে ডেকে ববিতা কে তা তুলে দেওয়া হয়। রাষ্ট্র বিজ্ঞানে শিক্ষিকা পদের জন্য সুপারিশপত্র দেয় কমিশন। ইন্দিরা গার্লস হাইস্কুলের জন্য সুপারিশ পত্র ২৭ জুনের মধ্যে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।
advertisement
মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর  জায়গায় ববিতা সরকার কে চাকরির নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার ১০ কপি ছবি সহ ববিতাকে ডেকে পাঠানো হয় কমিশনের তরফে। ববিতা সরকারের আইনজীবী ফিরদৌস শামিম জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে আরও জানান, মন্ত্রী কন্যার নেওয়া বেতনও পাবেন ববিতা।
advertisement
প্রথম কিস্তিতে মন্ত্রী কন্যার ফেরত দেওয়া বেতনের ৭ লক্ষ ৯৬ হাজার ৪২২ টাকা পাবেন ববিতা সরকার। সিবিআই সিট বেআইনি নিয়োগের তদন্ত শুরু করেছে। সঠিকভাবে তদন্ত হলে আড়ালের সব রহস্য সামনে আসবে।
শিলিগুড়ির বাসিন্দা ববিতা ও তাঁর স্বামী সঞ্জয় সাফ জানাচ্ছেন, হাইকোর্টের নির্দেশে পাওয়া টাকা কোনও সামাজিক কাজে দিয়ে দেবেন। স্কুলে পরিশ্রম না করে ওই টাকা হাইকোর্টের নির্দেশে পেলেও তা  ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Babita Sarkar gets appointment letter: লড়াকু ববিতার এক লড়াই শেষ, শুরু অন্য লড়াই
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement