Alipurduar News: সিআইএসএফ-এ চাকরি পেল তারানা, খুশির হাওয়া সাতালি চা বাগানে!

Last Updated:

আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত সাতালি চা বাগানের যুবতী তারানা খাতুন কেন্দ্রীয় সরকারের সিআইএসএফ-এ চাকরির সুযোগ পেয়েছে। বর্তমানে তার ট্রেনিং চলছে। কয়েকদিনের ছুটিতে তিনি এসেছেন তার বাড়িতে।

+
বাবার

বাবার সঙ্গে তারানা

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত সাতালি চা বাগানের যুবতী তারানা খাতুন কেন্দ্রীয় সরকারের সিআইএসএফ-এ চাকরির সুযোগ পেয়েছে। বর্তমানে তাঁর ট্রেনিং চলছে। কয়েকদিনের ছুটিতে তিনি এসেছেন তাঁর বাড়িতে।
আরও পড়ুনঃ বর্ষার দিনে এসি চালানোর আগে-পরে এই ৪ টিপস মাথায় রাখুন! নাহলে চরিতরে খারাপ হবে দামি জিনিস
কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়ে এই প্রথম বাড়িতে আসার পর তাঁকে নিয়ে খুশিতে ভাসছে এলাকার বাসিন্দারা। গতকাল রাতে তিনি ফিরেছেন তার এলাকায়। হাসিমারা স্টেশন থেকে তাঁকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন তার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারা।সাতালি চা বাগানের ৮ নম্বর আউট ডিভিশনে তারানা খাতুনের বাড়ি। প্রত্যন্ত এই এলাকার কোনও মেয়ে সরকারি চাকরি করবে, তা যেন স্বপ্নের মত।সিআইএসএফ-এর জওয়ান হিসেবে কাজ করবেন তারানা খাতুন। তার মা ও বাবা দুজনেই চা বাগান শ্রমিক।পরিবারে দারিদ্রতা থাকা সত্বেও পড়াশুনো চালিয়েছে তারানা। দিয়েছে চাকরি পরীক্ষা। তারপরেই এই সফলতা।তারানার মতে, লক্ষ্য নির্দিষ্ট হওয়া উচিত।এই এলাকার ছেলে মেয়েদের লক্ষ্য নির্দিষ্ট করতে হবে।
advertisement
advertisement
তারানা এলাকায় আসার পর তাঁকে ফুলের মালা পড়িয়ে দেন বাসিন্দারা। করানো হয় তাকে মিষ্টি মুখ।এলাকার বাসিন্দা সিরাজুল আনসারী জানান, “তারানার বাবা, মা দুজনেই পরিশ্রম করেছে। তার বাবা ভোর চারটের সময় উঠে তারানাকে মাঠে নিয়ে গিয়ে দৌড় করাতেন। শরীর চৰ্চা করাতেন।এলাকার প্রতিটি মেয়ে তারানাকে দেখে অনুপ্রাণিত হক চাইছি আমরা।”
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Alipurduar News: সিআইএসএফ-এ চাকরি পেল তারানা, খুশির হাওয়া সাতালি চা বাগানে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement