Ragging: যাদবপুরের পর বিশ্বভারতী! হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগ, উত্তেজনা
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Ragging: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে র্যাগিং করার অভিযোগ তিন ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই তড়িঘড়ি ব্যবস্থা বিশ্বভারতী কর্তৃপক্ষের...
বীরভূম: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগ। অভিযোগ তিন ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই তড়িঘড়ি ব্যবস্থা বিশ্বভারতী কর্তৃপক্ষের। জানা গিয়েছে, বিশ্বভারতীর নিচু বাংলো এলাকার হস্টেলে থাকতেন ভাষা ভবনের ইউরোপিয়ান স্টাডিস বিভাগের তিন ছাত্র। শুভজ্যোতি সরকার, অঙ্কিত কুমার ও মনীশ কুমার। তাঁদের বিরুদ্ধেই হস্টেলে থাকা অন্যান্য এক ছাত্রকে র্যাগিং করার অভিযোগ ওঠে।
জানা গিয়েছে, কিছু অভিভাবক এই অভিযোগ জানিয়েছিলেন জানিয়েছিলেন কেন্দ্রীয় মঞ্জুরি কমিশন এবং বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে। এরপরেই সোমবার রাতে এই হস্টেলে পৌঁছন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ নিরাপত্তা কর্মীরা।
advertisement
ইতিমধ্যেই অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে আসা হয়েছে বিশ্বভারতীর সেন্টাল অফিস কক্ষে। হস্টেল থেকে তাঁদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র বিশ্বভারতীর মূল অফিস সেন্ট্রাল অফিসে অভিযুক্তদের নিয়ে আসা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে অভিযুক্ত এই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ হস্টেল নিয়ে আজ বড় পদক্ষেপ যাদবপুরের, আবাসিকদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নয়া উপাচার্য
অন্যদিকে, এই ঘটনার পরেই বিশ্বভারতীর নানা হস্টেলও পরিদর্শন করা হয়। কর্তৃপক্ষের তরফ থেকে কোথাও কোনও র্যাগিংয়ের ঘটনা ঘটছে কিনা সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। শান্তিনিকেতন থানায় কোনও অভিযোগও দায়ের হয়নি। এই ঘটনা প্রসঙ্গে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2023 12:02 PM IST










