JEE Result 2024: কীভাবে পড়াশোনায় এল বিরাট সাফল্য? জরুরি টিপস দিলেন জয়েন্টে সপ্তম আলিপুরদুয়ারের অভীক
- Reported by:Annanya Dey
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
JEE Result 2024: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সেরা দশের মধ্যে সপ্তম আলিপুরদুয়ার জেলার অভীক দাস। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন অভীক দাস। ইঞ্জিনিয়ারিং নিয়ে না এগিয়ে মহাকাশবিজ্ঞান নিয়েই পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে চান।
আলিপুরদুয়ার: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সেরা দশের মধ্যে সপ্তম আলিপুরদুয়ার জেলার অভীক দাস। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন অভীক। ইঞ্জিনিয়ারিং নিয়ে না এগিয়ে মহাকাশবিজ্ঞান নিয়েই পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে চান তিনি। আলিপুরদুয়ারের শহরের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখার পড়ুয়ার জয়েন্টের ফলাফল দেখে খুশি সকলেই।
সর্বভারতীয় জেইই মেইনস পরীক্ষায় র্যাঙ্ক ৪৫৪। ইতিমধ্যে বেঙ্গালুরুর আইআই এস সি-তে গবেষণার সুযোগ পেয়েছেন অভীক। অ্যাস্ট্রোফিজিক্স বিষয় নিয়েই গবেষণা সেখানে চালিয়ে যাবেন তিনি। এ দিন রাতেই বেঙ্গালুরু থেকে ফিরে অভীক জানান, “জয়েন্টের এই ফল আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। সর্বভারতীয় স্তরে ভাল ফল হলেই রাজ্যস্তরের পরীক্ষাতেও স্বাভাবিকভাবে ফল ভাল হয়। প্রস্তুতি সর্বভারতীয় পরীক্ষার হিসেবে নিতে হয়।”
advertisement
আরও পড়ুনঃ কীভাবে নিয়েছিলেন প্রস্তুতি? দিনে কতক্ষণ পড়াশুনা? চমকে দেবে জয়েন্টে দ্বিতীয় হালিশহরের শুভ্রদীপের রুটিন
অভীকের বাবা প্রবীরকুমার দাস আলিপুরদুয়ারের রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। ছেলের সাফল্য কার্যত উচ্ছ্বসিত তিনি।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2024 2:40 PM IST








