Agriculture Science: উচ্চ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বেন? আর চিন্তা নেই, রয়েছে ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Agriculture Science: অনেক ছাত্রছাত্রী কৃষিবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটছেন। এগ্রিকালচার নিয়ে পড়ে নানা ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে।
বসিরহাট: আমাদের রাজ্য তথা দেশ কৃষিভিত্তিক। দিনের পর দিন কৃষিতে বিপ্লব ঘটিয়ে নতুন নতুন পদ্ধতিতে চাষের ধরণও বেড়েছে। অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন তা বুঝতে পারেন না। বর্তমানে কৃষিবিজ্ঞান তথা এগ্রিকালচার সায়েন্স একটি উদীয়মান বিষয়। উচ্চ মাধ্যমিকের পর প্রথাগত স্নাতক কোর্সের পরিবর্তে পেশাদারি কোর্স করলে খুব তাড়াতাড়ি কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়। এই বিষয়ে পড়াশোনার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ থাকে। তাই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে কৃষিবিদ্যা নিয়ে পড়ার সুযোগ মেলে।
বর্তমানে অনেক ছাত্রছাত্রী কৃষিবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটছেন। এগ্রিকালচার নিয়ে পড়ে হরেক ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে। এই বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনার পরে বিভিন্ন সরকারি বিবাগে কৃষি উন্নয়ন আধিকারিক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কৃষি এবং আনুষঙ্গিক বিষয়ে ফিল্ড অফিসার, রুরাল ডেভেলপমেন্ট অফিসার এবং এগ্রিকালচার অ্যান্ড প্রোবেশনারি অফিসার হিসেবে কাজ পাওয়া যায়। পশাপাশা এই বিষয়ের ছাত্রছাত্রীদের কাজের সুযোগ রয়েছে বীজ সংস্থায়।এখানে সিড অফিসার ছাড়াও গবেষক হিসেবে কিংবা বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রেও কাজের সুযোগ মেলে।
advertisement
advertisement
কোথায় পড়া যাবে কৃষিবিদ্যা
advertisement
বেশ কিছু প্রতিষ্ঠান থেকে কৃষিবিদ্যা নিয়ে পড়ার সুযোগ আছে। ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি থাকলেই কৃষিবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়া যাবে।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2024 7:14 PM IST
