Agriculture Science: উচ্চ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বেন? আর চিন্তা নেই, রয়েছে ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ 

Last Updated:

Agriculture Science: অনেক ছাত্রছাত্রী কৃষিবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটছেন। এগ্রিকালচার নিয়ে পড়ে নানা ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে।

+
উচ্চমাধ্যমিকের

উচ্চমাধ্যমিকের পর কৃষিবিদ্যায় ভবিষ্যৎ গড়ার দারুন সুযোগ 

বসিরহাট: আমাদের রাজ্য তথা দেশ কৃষিভিত্তিক। দিনের পর দিন কৃষিতে বিপ্লব ঘটিয়ে নতুন নতুন পদ্ধতিতে চাষের ধরণও বেড়েছে। অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন তা বুঝতে পারেন না। বর্তমানে কৃষিবিজ্ঞান তথা এগ্রিকালচার সায়েন্স একটি উদীয়মান বিষয়। উচ্চ মাধ্যমিকের পর প্রথাগত স্নাতক কোর্সের পরিবর্তে পেশাদারি কোর্স করলে খুব তাড়াতাড়ি কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়। এই বিষয়ে পড়াশোনার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ থাকে। তাই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে কৃষিবিদ্যা নিয়ে পড়ার সুযোগ মেলে।
বর্তমানে অনেক ছাত্রছাত্রী কৃষিবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটছেন। এগ্রিকালচার নিয়ে পড়ে হরেক ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে। এই বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনার পরে বিভিন্ন সরকারি বিবাগে কৃষি উন্নয়ন আধিকারিক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কৃষি এবং আনুষঙ্গিক বিষয়ে ফিল্ড অফিসার, রুরাল ডেভেলপমেন্ট অফিসার এবং এগ্রিকালচার অ্যান্ড প্রোবেশনারি অফিসার হিসেবে কাজ পাওয়া যায়। পশাপাশা এই বিষয়ের ছাত্রছাত্রীদের কাজের সুযোগ রয়েছে বীজ সংস্থায়।এখানে সিড অফিসার ছাড়াও গবেষক হিসেবে কিংবা বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রেও কাজের সুযোগ মেলে।
advertisement
advertisement
কোথায় পড়া ‌যাবে কৃষিবিদ্যা
  • বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
  • উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
  • পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়,
  • সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি,
  • ব্রেনওয়ার ইউনিভার্সিটি,
  • বিশ্বভারতী ইউনিভার্সিটি,
  • স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি,
  • advertisement
  • সিকম স্কিল ইউনিভার্সিটির
  • বেশ কিছু প্রতিষ্ঠান থেকে কৃষিবিদ্যা নিয়ে পড়ার সুযোগ আছে। ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি থাকলেই কৃষিবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়া যাবে।
    জুলফিকার মোল্যা
    view comments
    বাংলা খবর/ খবর/শিক্ষা/
    Agriculture Science: উচ্চ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বেন? আর চিন্তা নেই, রয়েছে ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ 
    Next Article
    advertisement
    MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
    মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
    • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

    • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

    • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

    VIEW MORE
    advertisement
    advertisement