SSC Scam Case: ৩০ জন শিক্ষিকার মধ্যে ৭ জনের চাকরি বাতিল! শোচনীয় অবস্থা চাকদহের স্কুলে

Last Updated:

সহকারী প্রধান শিক্ষিকা চাকরি বাতিলের সংখ্যা না বলতে চাইলেও স্কুল পরিচালনার ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হবে তা স্বীকার করে নিলেন। পাশাপাশি, যাঁরা ছিলেন তাঁরা যথেষ্ট যোগ্য ছিলেন বলেও দাবি করেন তিনি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রঞ্জিত সরকার, নদিয়া: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র সম্পূর্ণ প‍্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই চাকরি হারা হলেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর।
চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠের ৩০ জন শিক্ষিকার মধ্যে ৭ জনের চাকরি বাতিল হয়েছে।স্বাভাবিকভাবেই স্কুল পরিচালনায় বিপাকে পড়ছেন কর্তৃপক্ষ।  পূর্বাচল বালিকা বিদ্যাপীঠের বর্তমান ছাত্রী সংখ্যা ২০০০। স্কুলে পরীক্ষাও শুরু হয়েছে। এর মধ্যে স্কুল পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
সহকারী প্রধান শিক্ষিকা চাকরি বাতিলের সংখ্যা না বলতে চাইলেও স্কুল পরিচালনার ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হবে তা স্বীকার করে নিলেন। পাশাপাশি, যাঁরা ছিলেন তাঁরা যথেষ্ট যোগ্য ছিলেন বলেও দাবি করেন তিনি।
advertisement
নদিয়ার ছোট নলদহ হাইস্কুলেরও একই অবস্থা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন পলাশিপাড়ার ছোট নলদহ হাই স্কুলের ৯ জন শিক্ষক। এর ফলে স্কুলের পঠনপাঠন নিয়ে বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। ওই স্কুলের মোট শিক্ষক ছিলেন ২৮ জন। ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ১৪৫০জন। ৯ জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় অবস্থা শোচনীয়। চাকরি বাতিল শিক্ষকদের কেউই এদিন স্কুলে আসেননি। কীভাবে স্কুল চলবে তা নিয়ে সঙ্কটে কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Scam Case: ৩০ জন শিক্ষিকার মধ্যে ৭ জনের চাকরি বাতিল! শোচনীয় অবস্থা চাকদহের স্কুলে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement