৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, কেন বেছে নেওয়া হল এই দিনটিকেই? জানুন সেই ইতিহাস
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
১৯৬২ সালে, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর , তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন। তিনিই তাঁদের এইদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন|
বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর, কিন্তু ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। সারাদেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এইদিনে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস। যদিও ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ স্মরণে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে। তাহলে ভারতে শিক্ষক দিবস কেন অন্যদিন পালিত হয়? প্রশ্ন সকলের মনে।
ভারতের শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয়। একজন প্রখ্যাত পণ্ডিত, দার্শনিক, এবং ভারতরত্ন প্রাপক, ডঃ রাধাকৃষ্ণান ৫ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেন। রাধাকৃষ্ণান চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি অন্ধ্র প্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫২ সালে ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং ১০ বছর পর,১৯৬২ সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন রাধাকৃষ্ণান।
advertisement
আরও পড়ুন : সায়েন্স অলিম্পিয়াডে চমকে দিল ছ'বছরের ছোট্ট আরুষি! ক্ষুদের একের পর এক কৃতিত্বে অবাক গোটা জেলা
advertisement
১৯৬২ সালে, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর , তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন। তিনিই তাঁদের এইদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন, তাঁর কথায় "আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে, যদি ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তবে এটি আমি বেশি আনন্দ পাবো"।তাই, বিশ্বব্যাপী শিক্ষক দিবস ৫ অক্টোবর পালিত হলেও, ভারতে ১৯৬২ সাল থেকে ৫ সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস।
Location :
First Published :
September 05, 2022 8:04 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, কেন বেছে নেওয়া হল এই দিনটিকেই? জানুন সেই ইতিহাস