পাশের হারে কলকাতাকে টেক্কা দুই মেদিনীপুরের, এগিয়ে এল নতুন জেলা কালিম্পং
Last Updated:
এছাড়াও উল্লেখযোগ্য ভাবে ভাল ফল করেছে পশ্চিমবঙ্গের নতুন জেলা কালিম্পং । পাশের হার ৯৬.৯৫ শতাংশ ।
#কলকাতা: মাধ্যমিকের পাশের হারে এবারও কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা । এবারও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর । পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৬.১৩ শতাংশ ।
দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর । পাশের হার ৯১.৭৫ শতাংশ । পাশের হারে দুই মেদিনীপুরের পর কলকাতা । পাশের হার ৯১.১১ শতাংশ ।
পাশের হারে অন্য জেলাগুলির তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে কলকাতার উপকণ্ঠের জেলাগুলি-
advertisement
দক্ষিণ ২৪ পরগনা- ৯১.০৭ শতাংশ ।
উত্তর ২৪ পরগনা- ৯০.৮৬ শতাংশ ।
হুগলি- ৮৮.৯৭ শতাংশ ।
advertisement
হাওড়া- ৮৮.১২ শতাংশ ।
এছাড়াও উল্লেখযোগ্য ভাবে ভাল ফল করেছে পশ্চিমবঙ্গের নতুন জেলা কালিম্পং । পাশের হার ৯৬.৯৫ শতাংশ ।
Location :
First Published :
June 06, 2018 10:18 AM IST