West Burdwan Newsলোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা পা রাখলেন আসানসোলে

Last Updated:

উপ-নির্বাচন উপলক্ষে আসানসোলে পা রাখলেন তারকা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিহারী বাবুকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। বিমানবন্দরের বাইরে ভীড় ছিলো তারকাকে দেখতে ।

+
title=

পশ্চিম বর্ধমান- আসানসোলে এলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা(Shatrughna Sinha)। বিহারী বাবুকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। বিমানবন্দরের বাইরে দেখার মতো ভীড় ছিল দলীয় কর্মী, সমর্থকদের। একাধারে বলিউডের তারকা (Bollywood Star)তথা আসানসোল উপনির্বাচনে তৃণমূল প্রার্থী (TMC Candidate)শত্রুঘ্ন সিনহাকে স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুত ছিল শহর আসানসোল।লোকসভা(Parliamentary Election) উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মুম্বাই থেকে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে নামেন বলিউডের এই তারকা। সেখান থেকে তিনি যান আসানসোল শহরে।
বিমানবন্দরে দলের প্রার্থীকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। বিমানবন্দর থেকে আসানসোল যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শত্রুঘ্ন সিনহা। উপনির্বচনে তাঁকে তৃণমূলের প্রার্থী করার জন্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন আসানসোলবাসীকেও। বিমানবন্দরে নেমে তিনি বলেছেন, আসানসোলের মানুষ এবার ন্যায় পাবেন। জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তৃণমূলের এই তারকা প্রার্থী। তিনি আশ্বাস দিয়েছেন, এবার থেকে আসানসোলের মানুষ সবসময় তাকে পাশে পাবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, বিজেপির বহিরাগত তত্ত্বকে উড়িয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) নিজের রাজ্য ছেড়ে যদি বারানসি থেকে প্রার্থী হতে পারেন তাহলে তিনি আসানসোল(Asansole) থেকে হতে পারবেননা কেন। যে কারণেই আসানসোল কেন্দ্রে তার প্রার্থী হওয়া কোনোভাবেই বহিরাগত তত্ত্বকে সমর্থন করে না। এরপর দলের শীর্ষ নেতাদের সঙ্গে আসানসোলে হাজির হন শত্রুঘ্ন সিনহা।  সোমবার তিনি নিজের মনোনয়ন জমা দিতে পারেন বলে সূত্রের খবর।
advertisement
নয়ন ঘোষ
advertisement
view comments
বাংলা খবর/ খবর/durgapur/
West Burdwan Newsলোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা পা রাখলেন আসানসোলে
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement