M Karunanidhi: শারীরিক অবস্থার আরও অবনতি, ভালো নেই 'কলাইনর'

Last Updated:

M Karunanidhi Health: প্রিয় নেতার শারীরিক অবস্থার কথা শুনে হাসপাতালের বাইরে ব্যাপক ভিড়৷ করুণানিধির ছবি হাতে কাঁদছেন তাঁর সমর্থক ও অনুগামীরা৷

#চেন্নাই: ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ডিএমকে সভাপতি এম করুণানিধির (৯৪)৷ গত ২৯ জুলাই থেকে কাবেরী হাসপাতালে আইসিইউ-তে চিকিত্‍‌সারত করুণানিধি৷
সোমবার সন্ধ্যায় হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বেশি বয়স হওয়ার কারণে করুণানিধির অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখাই এখন চ্যালেঞ্জ৷ ডাক্তাররা সব সময় তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন৷ চিকিত্‍‌সায় কেমন সাড়া দেন, সেটা লক্ষ্য রাখা হচ্ছে৷
advertisement
advertisement
এর আগে তামিলনাড়ু কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট এস থিরুনাভুক্কারাসর জানান, করুণানিধির শারীরিক অবস্থা সকাল থেকেই খারাপ হচ্ছে৷ ডিএমকে নেতার শারীরিক অবস্থা ভালো হওয়ার প্রার্থনা করছি৷
হাসপাতালের বাইরে সমর্থকদের ভিড়, -- নিজস্ব চিত্র হাসপাতালের বাইরে সমর্থকদের ভিড়, -- নিজস্ব চিত্র
প্রিয় নেতার শারীরিক অবস্থার কথা শুনে হাসপাতালের বাইরে ব্যাপক ভিড়৷ করুণানিধির ছবি হাতে কাঁদছেন তাঁর সমর্থক ও অনুগামীরা৷ হাসপাতালে রয়েছেন করুণানিধির স্ত্রী দয়ালু আম্মাল৷ রয়েছে করুণানিধির পরিবারের অন্যান্য সদস্য ও দলীয় নেতৃত্ব৷
বাংলা খবর/ খবর/দেশ/
M Karunanidhi: শারীরিক অবস্থার আরও অবনতি, ভালো নেই 'কলাইনর'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement