রাশিয়ায় ইন্দ্রপতন ! কোরিয়ার কাছে হেরে বিদায় ‘বিশ্বচ্যাম্পিয়ন’ জার্মানির

Last Updated:

জার্মানি- ০ দক্ষিণ কোরিয়া- ২ ( কিম ইয়ং গুওন (৯০+২), সন হিউং মিন (৯০+৬)

জার্মানি- ০   দক্ষিণ কোরিয়া- ২ ( কিম ইয়ং গুওন (৯০+২), সন হিউং মিন (৯০+৬)
#কাজান: এবারের বিশ্বকাপে তথাকথিত ‘ছোট’ দলগুলি হেভিওয়েটদের বেশ কয়েকটি ম্যাচে চমকে দিলেও শেষ ষোলোয় যেতে কোনও সমস্যা হয়নি ফেভারিটদের ৷ কিন্তু বিশ্বকাপের প্রথম রাউন্ডে কোনও চমক থাকবে না, তা কী আর হয় ৷ বুধবার কাজানে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়ে ফেলল দক্ষিণ কোরিয়া ৷  নিজেরা বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেলেও শেষ ম্যাচে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় ভেঙে দিলেন কিম ইয়ং গুওনরা ৷ জার্মানিকে ২-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটালেন তারাই ৷ রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়নরা ৷
advertisement
Capture
advertisement
Photo Courtesy: Reuters Photo Courtesy: Reuters
জার্মানি, সুইডেন, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ৷ রাশিয়া বিশ্বকাপে এই গ্রুপ-‘এফ’-কেই গ্রুপ অফ ডেথ ধরা হয়েছিল ৷ তাতে যে কোনও ভুল হয়নি সেটা বুধবারের দু’টো ম্যাচই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল ৷ এদিন অপর ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নক আউটে যেতে সফল সুইডেন ৷ পরের রাউন্ডে যেতে এদিন কোনওভাবেই ম্যাচ হারলে অথবা ড্র করলে হত না জার্মানির ৷ কিন্তু সেটাই শেষপর্যন্ত ঘটল ৷ পরপর দু’ম্যাচ হারা কোরিয়ার বিরুদ্ধেও হার হজম করল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ ম্যাচের দু’টো গোলই এল ইঞ্জুরি টাইমে ৷ ৯২ মিনিটে কিম ইয়ং গুওনের প্রথম গোলের পর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিলেন জার্মানরা ৷ সেইসময় গোল করতে উঠে যান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারও ৷ সেই সুযোগ নিতে ভুল করেননি কোরিয়রা ৷ ফাঁকা গোলেই গোল করে দলের জয় নিশ্চিত করেন সন হিউং মিন ৷
advertisement
36277994_1806686026058385_6764965200807329792_n
বাংলা খবর/ খবর/খেলা/
রাশিয়ায় ইন্দ্রপতন ! কোরিয়ার কাছে হেরে বিদায় ‘বিশ্বচ্যাম্পিয়ন’ জার্মানির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement