মিথ‍্যে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী, নির্মলা সীতারমনকে ফের আক্রমণ রাহুল গান্ধির

Last Updated:
#নয়াদিল্লি: সংসদে ফের রাহুল-নির্মলা দ্বৈরথ ৷ HAL-কে ১ লক্ষ কোটির বরাত দিয়েছে কেন্দ্র, সংসদে সেই তথ‍্য পেশ করেছে প্রতিরক্ষামন্ত্রী ৷ কিন্তু, রাহুলের ফের দাবি, মিথ‍্যে বলেছেন নির্মলা সীতারমন ৷ বরাতের অর্থ বাড়িয়ে দেখিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷
রাহুল গান্ধির দাবি, এ দিনও মিথ‍্যে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ কারণ, পাইপলাইনে যে বরাতের কথা বলা হচ্ছে, তার অনেকগুলিই টেকনিক‍্যাল কমিটির বিচার্য ৷ সেগুলিকে কীভাবে বরাত বলছে মোদি সরকার ?
রাহুল গান্ধির অভিযোগ, মোদি সরকার আসলে চাইছে হ‍্যালকে দুর্বল করে দিতে ৷ যাতে এই সংস্থার কর্মীরা রাফালের বরাত পাওয়া, মোদি ঘনিষ্ঠ শিল্পপতির সংস্থায় কাজ করতে যেতে বাধ‍্য হন ৷
advertisement
advertisement
সম্প্রতি জানা গিয়েছে, হ‍্যালের মতো গুরুত্বপূর্ণ সংস্থা আর্থিক সঙ্কটে ধুঁকছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্মীদের বেতন দিতেও বাইরে থেকে টাকা ধার করতে হচ্ছে ৷ যা হ‍্যালের ইতিহাসে নজিরবিহীন ৷
এই খবর প্রকাশ‍্যে আসতেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। আর একেই অস্ত্র করেছেন রাহুল গান্ধি ৷ নির্মলা সীতারমন এ দিন তথ‍্য পেশ করে জবাব দিয়েছেন ৷ নির্মলা সীতারমন দাবি করেন, ‘তিনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন। ২০১৪ থেকে ২০১৮-র মধ‍্যে হ‍্যালকে ২৬ হাজার ৫৭০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে । আরও ৭৩ হাজার কোটি টাকার বরাত পাইপলাইনে আছে । তথ‍্য দিয়ে প্রমাণ করলাম । এবার তা হলে কার পদত‍্যাগ করা উচিত ৷’
advertisement
কিন্তু, কংগ্রেসের দাবি, এই তথ‍্য আসলে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। যে প্রকল্প এখনও চূড়ান্তই হয়নি, তাকেও পাইপলানে দেখিয়ে হ‍্যালকে দেওয়া বরাতের পরিমাণ এক লক্ষ কোটি টাকা দেখাচ্ছে মোদি সরকার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মিথ‍্যে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী, নির্মলা সীতারমনকে ফের আক্রমণ রাহুল গান্ধির
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement