বাবার ধর্ষণে গর্ভবতী নাবালিকা মেয়ে !

Last Updated:

১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে ৷ এর জেরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা বলে জানা গিয়েছে ৷

#নয়াদিল্লি: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে ৷ এর জেরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা বলে জানা গিয়েছে ৷ নিন্দেজনক এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে ৷ ধর্ষণের পর মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেয় ৷
জানা গিয়েছে, এর আগে আরেক সৎ মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে ৷ সেই সময় তাকে গ্রেফতার করা হয় এবং মামলা রুজু করা হয় ৷
advertisement
advertisement
নির্যাতিতার মা প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিযুক্তকে বিয়ে করেন ৷ প্রথম স্বামী মদ্যপ ছিলেন এবং তাদের উপর অত্যাচার চালাত বলে বিয়ে ভাঙতে বাধ্য হয়েছিলেন ৷ এরপর দুই মেয়েকে নিয়ে অভিযুক্তের সঙ্গে থাকতে শুরু করেন তিনি ৷
পুলিশ জানিয়েছে, দ্বিতীয় স্বামীও তাদের মারধর করত ৷ তবে এই বিষয়ে পুলিশের কাছে তিনি কোনও অভিযোগ করেননি ৷ সোমবার ১৪ বছরের মেয়েকে ঘরে কাঁদতে দেখে সন্দেহ হয় মহিলার ৷ মেয়েকে জিজ্ঞাসা করাতে সামনে আসে পুরো ঘটনা ৷ মাকে যাতে ঘটনার ব্যাপারে কিছু না জানায় সেই বিষয়েও হুমকি দেওয়া হয় ৷ মেয়েটি ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাবার ধর্ষণে গর্ভবতী নাবালিকা মেয়ে !
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement