Darjeeling News|| সাইবেরিয়া থেকে এবার দার্জিলিং, কে আসছে পাহাড়ে! ঘুরতে গেলে দেখতে ভুলবেন না কিন্তু

Last Updated:

Darjeeling Zoo: দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে সুদুর ইউরোপ থেকে আনা হচ্ছে সাইবেরিয়ান টাইগার। ইউরোপের সাইপ্রাস চিড়িয়াখানা থেকে এক জোড়া সাইবেরিয়ান বাঘ আনার উদ্যোগ।

+
উত্তরবঙ্গের

উত্তরবঙ্গের দার্জিলিং-এর সমতল অংশেও তাপপ্রবাহের সতর্কবার্তা। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং-এ সমতল এলাকার কিছু অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।

দার্জিলিং: একে একে নতুন অতিথির আগমনে সেজে উঠছে পর্যটকদের উত্তরের মূল পর্যটনকেন্দ্র দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে সুদুর ইউরোপ থেকে আনা হচ্ছে সাইবেরিয়ান টাইগার। ইউরোপের সাইপ্রাস চিড়িয়াখানা থেকে এক জোড়া সাইবেরিয়ান বাঘ আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ও রাজ্য জ্যু অথরিটি। আর নতুন অতিথির আগমনে আরও বেশি ওই দুই জায়গায় পর্যটকদের ঢল নামবে বলে মনে করছে পর্যটনমহল।
অন্যদিকে, ব্ল্যাক বাক ডিয়ার বা কৃষ্ণসার হরিণ ও হগ ডিয়ারের পর এ বার বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে পশুরাজ সিংহ-সহ জেব্রা, জিরাফ ও হিপোপটেমাস বা জলহস্তি। ওই নতুন অতিথিদের আনার কথা জানিয়েছেন খোদ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, উত্তরে পর্যটকদের সংখ্যা আরও বৃদ্ধি করতে নতুন কিছু পরিকল্পনা রয়েছে। সুদূর ইউরোপ থেকে দার্জিলিং চিড়িয়াখানায় যে একজোড়া সাইবেরিয়ান টাইগার নিয়ে আসা হবে, তা প্রাণী বিনিময় প্রোগ্রামের মাধ্যমেই নিয়ে আসা হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফুঁসে উঠবে সমুদ্র, আজ বিকেলেও জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা জারি
এ দিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্ককে আরও আকর্ষিত করা হবে ৷ ইউরোপ থেকে সাইবেরিয়ান টাইগার দার্জিলিং চিড়িয়াখানায় আনা হবে। সেজন্য কেন্দ্রীয় বনমন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তার অনুমোদন মিলেছে। বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি বেঙ্গল সাফারি পার্কে আগে সিংহ আনার কথা বলেছিলাম। তার সঙ্গে জলহস্তি, জেব্রা ও জিরাফ আনার প্রক্রিয়া শুরু হয়েছে।”
advertisement
প্রতিদিনই বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানায় পর্যটকদের সংখ্যা বাড়ছে। পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় কর‍তে বিদেশ থেকে নতুন প্রানী আনার উদ্যোগ নিয়েছে বন দফতর। ভূজ বা রনথম্বর থেকে সিংহ আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
Darjeeling News|| সাইবেরিয়া থেকে এবার দার্জিলিং, কে আসছে পাহাড়ে! ঘুরতে গেলে দেখতে ভুলবেন না কিন্তু
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement