Dakshin Dinajpur News: ফিরে তাকায়নি কেউ, দল বেঁধে রাস্তা সারাই করলেন গ্রামবাসীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বারবার প্রশাসনকে বললেও তারা আমল দেয়নি, বাধ্য হয়ে গ্রামবাসীরা একজোট হয়ে নিজেরাই রাস্তা সারাই করল
দক্ষিণ দিনাজপুর: মাথায় বৃষ্টি নিয়েই রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়ল গ্রামবাসীরা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি-১ ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের লাঙলভাঙা গ্রামের। এই গ্রামের চলাচলের একমাত্র রাস্তার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। সমস্যার কথা স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও সমস্যার সমাধান হয়নি। শেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়লেন।
গ্রামের বাসিন্দারাই ঝুড়ি, কোদাল নিয়ে নিজেদের রাস্তা মেরামত করতে শুরু করেন। কৃষি নির্ভর এই গ্রামে সকালে উঠেই সবজি সহ অন্যান্য জিনিসপত্র বাজারে নিয়ে যেতে হয় বিক্রির উদ্দেশ্যে। কিন্তু রাস্তা চলাচলের অযোগ্য হওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছিল সবাইকে। স্কুলে যেতে সমস্যায় পড়ছিল ছোট ছোট ছেলেমেয়েরা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় প্রত্যেক দলের থেকে রাস্তা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও পর্যন্ত কেউ সেই কাজে হাত লাগায়নি। গ্রামবাসীরা জানান, বর্ষাকালে সংস্কারের অভাবে এই রাস্তা ভয়াবহ হয়ে উঠেছে।
রাস্তার এতটাই বেহাল দশা যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গাড়ি চলাচল তো অনেক দূরের কথা, বাইক চলাচলেরও অযোগ্য এই রাস্তা। বর্ষাকালে এক হাঁটু কাদার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হয়। আর তাই নিজেদের তাগিদেই গ্রামবাসীরা দল বেঁধে রাস্তা সারাই করলেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: ফিরে তাকায়নি কেউ, দল বেঁধে রাস্তা সারাই করলেন গ্রামবাসীরা