Bull Attack: ক্ষ্যাপা ষাঁড়ের গুঁতোয় জখম ৩, বালুরঘাটের রাস্তায় তুলকালাম

Last Updated:

মঙ্গলবার সকালে হঠাৎই একটি ষাঁড় খেপে গিয়ে তাণ্ডব শুরু করে বালুরঘাটের রাস্তায়। তার আক্রমণে আহত হন তিনজন

দক্ষিণ দিনাজপুর: ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে হুলস্থূল বালুরঘাটে। মঙ্গলবার সকালে একটি ষাঁড় হটাৎই উন্মত্তৈ মতো দৌড়োদৌড়ি শুরু করে শহরের রাস্তায়। সামনে যারাই পড়েছে তাদের শিং দিয়ে গুঁতিয়ে দেয়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হন। শেষ পর্যন্ত বন দফতর, দমকল ও পুরসভার কর্মীরা মিলে ষাঁড়টিকে কব্জা করলে পরিস্থিতি শান্ত হয়।
মঙ্গলবার সকালে বালুরঘাটের উত্তরণ ক্লাব সংলগ্ন এলাকায় হঠাৎ ষাঁড়ের তাণ্ডব শুরু হয়। সকালবেলায় রাস্তা দিয়ে প্রচুর মানুষ নানান দরকারে যাতায়াত করছিলেন। সেই সময় ষাঁড়ের দাপাদাপিতে হুড়োহুড়ি শুরু হয়। বেশ কয়েকজনকে ষাঁড়টি গুঁতো মারলে আতঙ্ক চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বন দফতরকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছন দমকলকর্মীরাও। বনকর্মীরা এসে পৌঁছনোর আগেই সাধারণ মানুষকে বাঁচাতে বাঁশ দিয়ে চারিদিক থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কে মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায় রাস্তা।
advertisement
advertisement
এদিকে বনকর্মীরা আসার পর ষাঁড়টিকে কব্জা করার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা চলে। শেষে সাড়ে এগারোটার দিকে দমকল, বন বিভাগ ও পুরসভার কর্মীরা মিলে ষাঁড়টিকে কব্জায় নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়‌। তারপর পুরসভার পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড সরিয়ে চলাচলের জন্য আবার রাস্তা খুলে দেওয়া হয়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও পুরসভা সর্বক্ষণ নজর রাখছে বলে জানান পুরপ্রধান অশোক কুমার মিত্র।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Bull Attack: ক্ষ্যাপা ষাঁড়ের গুঁতোয় জখম ৩, বালুরঘাটের রাস্তায় তুলকালাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement