Dakshin Dinajpur News: তথ্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অভিনয়ে ছাপ রাখতে বিশেষ নাট্য কর্মশালা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বালুরঘাটে আয়োজিত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির কর্মশালায় হাজির হয়েছে চার জেলার নাট্য শিক্ষার্থীরা। বালুরঘাট রবীন্দ্র ভবনে এই নাট্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হচ্ছে।
দক্ষিণ দিনাজপুর : পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির কর্মশালায় চার জেলার নাট্য শিক্ষার্থীরা বালুরঘাটে। বালুরঘাট রবীন্দ্র ভবনে আয়োজিত এই নাট্য প্রশিক্ষণ কর্মশালায় শুধু মঞ্চে নাটক করা নয়, আগামী জীবনে যাতে পেশাগত দিক থেকে চলচ্চিত্র, ওটিটি প্লাটফর্ম সহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা অভিনয়ে ছাপ রাখতে পারেন, সেই দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিন দিনের এই কর্মশালায় দক্ষিণ দিনাজপুর সহ উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ থেকে মোট ২০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন।
এবার রাজ্য জুড়ে ১০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছে নাট্য একাডেমি। প্রশিক্ষক হিসেবে প্রতিটি বিভাগের জন্য একজন করে ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী নিযুক্ত রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে এই কর্মশালা চলছে। বালুরঘাটে প্রশিক্ষক হিসেবে রয়েছেন রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তনী পার্থ বন্দ্যোপাধ্যায়, শিবির পরিচালক ও সহযোগী প্রশিক্ষক সুপ্রিয় চক্রবর্তী, সহযোগিতায় নাট্য একাডেমির সদস্য অমিত সাহা প্রমুখ।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ জুড়ে পাঁচটি জায়গায় এই নাট্য প্রশিক্ষণ কর্মশালা চলছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি, মেদিনীপুর, বীরভূমে এই কর্মশালা আয়োজিত হয়েছে। চতুর্থ পর্যায়ে বালুরঘাটে চারটি জেলা নিয়ে কর্মশালা চলছে। চলতি মাসের শেষেই শেষ পর্যায়ের হাওড়া বিভাগের কর্মশালা রয়েছে। প্রতিটি বিভাগেই ২০ জন করে শিক্ষার্থী রাখা হয়েছে। তাদের সকলকেই বাছাই পর্বের মধ্যে দিয়ে নির্বাচন করা হয়েছে।
advertisement
পশ্চিমবঙ্গ নাট একাডেমির উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা রাজ্যজুড়ে চলা নাট্য কর্মশালার আহ্বায়ক রাকেশ ঘোষ উপস্থিত আছেন বালুরঘাটে। তিনি বলেন, “শিক্ষার্থীরা যাতে অভিনয়কে পেশা হিসেবে নিতে পারে। শুধু মঞ্চে অভিনয় করা নয়, এখন অভিনয়ের অনেক মাধ্যম খুলে গিয়েছে। যেমন- ওয়েব সিরিজ, টেলিভিশন, চলচ্চিত্রতেও যাতে তারা পেশাগত ভাবে অভিনয় করতে পারেন।”
advertisement
আরও পড়ুন ঃ বাবা পেশায় দিনমজুর! ছেলের বিজ্ঞানী হওয়ার স্বপ্ন সফল! ভাবা অ্যাটোমিকে গবেষণা করবে কৌস্তভ
তিনি আরও বলেন, “অভিনয়ের সেই সার্বিক ধারণা তাদের দেওয়া হচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের থিম রাখা হয়েছে রবীন্দ্রনাথ। এখানে তিন দিনে শিক্ষার্থীরা যা শিখছেন। সেই শিক্ষার উপর নির্ভর করেই শেষ দিন তাসের দেশ নাটকের কিছু অংশ মঞ্চস্থ করবেন তারা।”
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 3:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: তথ্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অভিনয়ে ছাপ রাখতে বিশেষ নাট্য কর্মশালা