Panchayat Election 2023: পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ায় উল্টো পথে হাঁটছে দক্ষিণ দিনাজপুর! কারণ জানলে চমকে উঠবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
রাজ্যের অন্যান্য জেলাগুলিতে যখন শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দানের ভুরি ভুরি অভিযোগ উঠছে, সেখানে দক্ষিণ দিনাজপুর একেবারে শান্ত।
দক্ষিণ দিনাজপুর: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ভিন্ন ছবি দক্ষিণ দিনাজপুরে। এখনও পর্যন্ত এই জেলায় মনোনয়ন জমা দেওয়া ঘিরে কোনরকম বিশৃঙ্খলা দেখা যায়নি। শাসক-বিরোধী দু’পক্ষই নিশ্চিন্তে বিডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
রাজ্যের অন্যান্য জেলাগুলিতে যখন শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দানের ভুরি ভুরি অভিযোগ উঠছে, সেখানে দক্ষিণ দিনাজপুর একেবারে শান্ত। সব জায়গায় সুষ্ঠভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। যদিও এখনও পর্যন্ত এই জেলায় শুধুমাত্র বিরোধীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এখনও প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় শাসকদলের তরফ থেকে জেলার কোথাও মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি।
advertisement
advertisement
সোমবার বালুরঘাট বিডিও অফিস চত্বরে এসে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন জেলার বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। এদিকে কোনরকম অশান্তি না হলেও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বালুরঘাট সহ প্রতিটি বিডিও অফিসে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ার উপর নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। সব মিলিয়ে এই জেলায় পঞ্চায়েত ভোট ঘিরে এক উল্টো ছবি দেখা যাচ্ছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 11:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Panchayat Election 2023: পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ায় উল্টো পথে হাঁটছে দক্ষিণ দিনাজপুর! কারণ জানলে চমকে উঠবেন