South Dinajpur News: সাধারণ মানুষদের সচেতন করতে ন্যাশনাল ওরাল হাইজিন ডে র্যালির আয়োজন
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ন্যাশনাল ওরাল হাইজিন ডে তে র্যালি বের করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক গৌরব দাস সহ অন্যান্য চিকিৎসক।
দক্ষিণ দিনাজপুর: ন্যাশনাল ওরাল হাইজিন ডে পালন করা হল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে। এদিন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এই নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। সাধারণ মানুষদের সচেতন করতেই মূলত এই র্যালির আয়োজন করা হয়৷ র্যালিটি বালুরঘাট হাসপাতাল থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে৷
দক্ষিণ দিনাজপুরের এই র্যালিতে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক গৌরব দাস সহ অন্যান্য চিকিৎসক, নার্সিং পড়ুয়া থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। জানা যায়, মুখ ভালো থাকলে পরে বিভিন্ন ধরনের অসুখ নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও মুখের যত্ন নিলে মারণ রোগ ক্যান্সারকেও রোখা সম্ভব বলেই জানানো হয়েছে।
advertisement
advertisement
শুধুমাত্র র্যালি নয়, দফতরের পক্ষ থেকে পথচলতি মানুষদের এই নিয়ে সচেতন করা হয় এবং সাধারণ মানুষদের মধ্যে লিফলেট বিলি করা হয়।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: সাধারণ মানুষদের সচেতন করতে ন্যাশনাল ওরাল হাইজিন ডে র্যালির আয়োজন