Kanyashree: কন্যাশ্রীর ব্যানারে বালুরঘাটের দুই ছাত্রী! কী নাম তাদের? চিনে নিন এই দুই কন্যাকে!

Last Updated:

Kanyashree: বালুরঘাটের দুই ছাত্রী রাজ্য সরকারের ব্যানারে। তারপর যা ঘটল জেলায়! জানুন

+
title=

দক্ষিণ দিনাজপুর : পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী পোস্টারের ব্র্যান্ড বালুরঘাটের দুই ছাত্রী। কন্যাশ্রী দিবসের আগে প্রচারমূলক এই ব্যানারে জায়গা পাওয়ায় খুশি বালুরঘাট তথা জেলার মানুষ। সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রকাশিত এই পোস্টারে দেখা মিলেছে বালুরঘাট শহরের নালন্দা বিদ্যাপীঠের দশম শ্রেণির দুই ছাত্রীর। খুশির কথা জানিয়েছেন নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীরা। পাশাপাশি, চলতি বছরে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের দশম বর্ষপূর্তি। সরকারি এই পোস্টারে দেখা যাচ্ছে রাজ্যজুড়ে স্কুল ও কলেজে কন্যাশ্রী দিবস পালিত হবে। সেই উপলক্ষে সাইকেল র‍্যালির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
সেখানেই সাইকেল হাতে এই দুই ছাত্রীর ছবি ফুটে উঠেছে। একজন ললিতা পাহান ও প্রিয়াঙ্কা মার্ডি। তারা একই স্কুলে দশম শ্রেণির ছাত্রী। দু’জনই গলায় গলায় বন্ধু। ফলে দুই বন্ধুর ছবি একই সাথে রাজ্য সরকারের পোস্টারে স্থান পাওয়ায় যথেষ্ট খুশি তারা। উল্লেখ্য, প্রতিবছর ১৪ অগাস্ট রাজ্যজুড়ে কন্যাশ্রী দিবস পালিত হয়। তার আগে রাজ্যের শতাধিক স্কুলের মধ্যে থেকে একটি ছবিকে সরকারি পোস্টারে স্থান দেওয়া হয়। এবছর কন্যাশ্রী দিবসের প্রাক্কালে সেখানে বালুরঘাটের দুই ছাত্রী জায়গা করে নিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে বালুরঘাট তথা জেলাজুড়ে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
স্কুলের মাঠেই কয়েক মাস আগে তাদের ছবি তোলা হয়েছিল। ললিতার বাড়ি বালুরঘাটের পুলিশ লাইন এলাকায়। তার বাবা গোবিন্দ পাহান সামান্য রংমিস্ত্রির কাজ করেন। পঞ্চম শ্রেণি থেকেই ললিতা নালন্দা বিদ্যাপীঠ স্কুলে পড়াশোনা করছে। ভবিষ্যতে তার আইনজীবী হওয়ার ইচ্ছে। প্রিয়াঙ্কা ছবিতে সাইকেলের পেছনে বসে আছে। তার বাড়ি কুমারগঞ্জের ফকিরগঞ্জ এলাকায়। তার বাবা-মা কেউ নেই। যার জেরে স্কুলের পাশেই নিবেদিতা হোমে থেকেপড়াশোনা করছে। বড় হয়ে তার ইচ্ছে নার্স হয়ে অসুস্থ মানুষদের সেবা করবে।
advertisement
নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাস বলেন, ‘জেলা প্রশাসনের কন্যাশ্রী দফতর থেকে স্কুলের গবেষণাগার সহ ছাত্রীদের একাধিক ছবি নেওয়া হয়েছিল। কন্যাশ্রী ক্যালেন্ডার সহ প্রকল্পের অধীনে একাধিক কাজে এই ছবি ব্যবহৃত হয়। কিন্তু সেটা কন্যাশ্রী দিবসের আগে এভাবে রাজ্যের ব্যানারে স্থান পাবে ভাবিনি। ২০১৩ সালে যখন কন্যাশ্রী শুরু হয়। তখনও এই স্কুলের এক মেয়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে উপহার নিয়েছিল। এবার দশম বর্ষে দুই ছাত্রীর ছবি স্থান পেল। এর চেয়ে খুশির খবর কিছু নেই।’
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Kanyashree: কন্যাশ্রীর ব্যানারে বালুরঘাটের দুই ছাত্রী! কী নাম তাদের? চিনে নিন এই দুই কন্যাকে!
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement