Dakshin Dinajpur News: হাতের নাগালেই স্বাস্থ্যকেন্দ্র! চিকিৎসা পরিষেবা পেতে আর যেতে হবে না দূরে

Last Updated:

 দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শহরে চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন উদ্যোগ নিয়েছে পুরসভা। শহরের ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকেন্দ্রের দাবি জানানো হয়েছিল।

+
প্রতীকী

প্রতীকী ছবি

দক্ষিণ দিনাজপুর : ২৩ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় চালু হল নতুন সুস্বাস্থ্য কেন্দ্র।এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে নানা চিকিৎসা পরিষেবা পাবে শহরের বাসিন্দারা।এখানে নিয়মিত চিকিৎসক থাকবে। এমনকি সুগার, থাইরয়েড সহ নানা রক্তের নমূনা এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এবার সংগ্রহ করা হবে৷ এমনকি স্থানীয় রোগীরা এখানেই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। শহরজুড়েই সুস্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা মিলবে। কাজেই শহরের বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসা পাবেন শহরের মানুষ।
এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, “এই এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। এখানে নিয়মিত চিকিৎসক থাকবে। এমনকি স্থানীয় রোগীরা এখানেই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। শহরজুড়েই সুস্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা মিলবে।”
আরও পড়ুনঃ অযোধ্যার রাম মন্দির এবার বালুরঘাটে! উদ্বোধনে থাকছে বিরাট চমক
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শহরে চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন উদ্যোগ নিয়েছে পুরসভা। শহরের ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকেন্দ্রের দাবি জানানো হয়েছিল। এবারে সেই দাবি মেটাতেই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হল।
advertisement
advertisement
এদিন ওই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা, সদর মহকুমাশাসক সুমন দাশগুপ্ত, জেলামুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, চেয়ারম্যান অশোক মিত্র, স্বাস্থ্য বিভাগের এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ পাটের দাম নেই! ‌ঋণ নিয়ে চাষ করে বিপুল লোকসানের মুখে জেলার কৃষকেরা
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট শহরের তিনটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সাহেব কাছারি, কুন্ডু কলোনী ও মঙ্গলপুরে। ওই তিনটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে শহরের মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়।
advertisement
পরে নয়টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার অনুমোদন পায় পুরসভা। সম্প্রতি আরও দু’টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন পেয়েছে। যার মধ্যে একটি আজ উদ্বোধন হয়েছে। যার খরচ প্রায় ২৪ লক্ষ টাকা। বাকিগুলি দ্রুত উদ্বোধন হবে।
এবিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “জেলাজুড়েই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্য পরিষেবায় জোর দেওয়া হচ্ছে। এখানে আজ সুস্বাস্থ্য কেন্দ্র চালু হল। আগামিতে জেলায় আরও সুস্বাস্থ্য কেন্দ্র হবে।”
advertisement
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “পুরসভার তরফে মোট ১১ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আজ ৯ নম্বর ওয়ার্ডের একটি উদ্বোধন করা হয়েছে। আরেকটি চকভৃগু এলাকায় খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। বাকিগুলি এই আর্থিক বছরেই ধাপে ধাপে হয়ে যাবে।”
শহরজুড়েই সুস্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা মিলবে। কাজেই শহরের বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসা পাবেন শহরের মানুষ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: হাতের নাগালেই স্বাস্থ্যকেন্দ্র! চিকিৎসা পরিষেবা পেতে আর যেতে হবে না দূরে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement