South Dinajpur News : হস্টেল নাকি ভুতুড়ে বাড়ি! এমনই জীর্ণ দশা, পাশে যেতেই গা ছমছম করবে
- Reported by:
- hyperlocal
- Published by:purnendu mondal
Last Updated:
আবাসিক শিক্ষা সুযোগ করে দিতে তৈরি হওয়ার পরেও আজও পর্যন্ত হস্টেল বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের বন্দর এলাকায় এই হস্টেল ন বছর আগে তৈরি হয়েছে।
দক্ষিণ দিনাজপুর: গেটে ঝুলছে মরচে ধরা তালা,পড়েছে ধুলোর আস্তরণ। সানসেডথেকে ভেঙে পড়ছে সিমেন্টের চটা। এমনই জীর্ণ দশায় পড়ে রয়েছে সংখ্যালঘু ছাত্রীদের জন্য তৈরি হওয়া আবাসিক হস্টেল। উচ্চ শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে এবং তাদের আবাসিক শিক্ষা সুযোগ করে দিতে তৈরি হওয়ার পরেও আজও পর্যন্ত হস্টেল বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। জানা গিয়েছে, প্রশাসনও হোস্টেল খুলতে সেভাবে সচেষ্ট হয়নি। সদিচ্ছার অভাব রয়েছে, রাজনৈতিকভাবেও এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
তবে, প্রশ্ন উঠছে ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় করে যে প্রকল্প তৈরি করা হল সেই প্রকল্পের বাস্তবায়নে সমস্যা কোথায়? প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের বন্দর এলাকায় এই হস্টেল নবছর আগে তৈরি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কেউ না আসায় তা দূর থেকে দেখলে ভুতুড়ে বাড়ি ছাড়া আর কিছুই মনে হয় না। হস্টেলের চারিদিক ঘিরে ফেলেছে জঙ্গলে। হস্টেল লাগোয়া মাঠে বড় বড় জঙ্গল গজিয়ে উঠেছে। ছাত্রী যাতায়াত তো দূরের কথা দিনের বেলা পুরুষ মানুষও ঢুকতেও ভয় পায় হস্টেল এলাকায়। জেলাশাসক অবশ্য বলেছেন,”নতুন করে প্রপোজাল পাঠানো হয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতরের কাছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে।”
advertisement
advertisement
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, এলাকার এক বাসিন্দা ২৫ শতক জায়গা দান করেছিলেন এই ছাত্রী আবাসটা গড়ে তোলার জন্য। কুমারগঞ্জের তৎকালীন বিধায়িকা মাহমুদা বেগমের উদ্যোগে ২০১২ সালে কাজ শুরু হয়ে দু বছরে তা সম্পূর্ণ হয়ে যায়। প্রায় ২০০ শয্যা বিশিষ্ট এই হস্টেলে কোনদিনই কোনও ছাত্রী আসেনি। তবে, উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রীদের জন্য এই হস্টেল তৈরি করা হয়েছিল। অথচ কুমারগঞ্জে যে কলেজ শুরু করেছে রাজ্য সরকার সেখানে ছাত্র-ছাত্রী ভর্তির হার অত্যন্ত কম, যারা ভর্তি হন তারাও স্থানীয়। তাদের জন্য হস্টেলে থাকার প্রয়োজন হয় না। ফলে যে উদ্দেশ্যে হস্টেল তৈরি তা বাস্তবায়িত করা যায়নি।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 17, 2023 5:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : হস্টেল নাকি ভুতুড়ে বাড়ি! এমনই জীর্ণ দশা, পাশে যেতেই গা ছমছম করবে









