Durga Puja 2023: লাউয়ের উপর দুর্গা প্রতিমা বানিয়ে চমকে দিলেন বালুরঘাটের রিতা
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ঠিক চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই তিনি গড়ে তুলেছেন দুর্গা মায়ের আদলে তৈরি প্রতিমা
দক্ষিণ দিনাজপুর: লাউ-এর উপর দুর্গা প্রতিমা গড়ে নজির সৃষ্টি করলেন বালুরঘাটের রিতা বসাক। কোনওকিছুকে নতুনভাবে গড়ে তুলতে ভালবাসেন তিনি। সাজাতে গোজাতে খুবই ভাল লাগে তাঁর। সেই অদম্য জেদ নিয়েই, ঘরের সমস্ত কাজ সামলেও হাজারও ব্যস্ততার মাঝে শিল্পকর্ম সৃষ্টি করেছেন তিনি। ঠিক চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই তিনি গড়ে তুলেছেন দুর্গা মায়ের আদলে তৈরি প্রতিমা যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমেছে তাঁর বাড়িতে।
দেবী দুর্গার গতানুগতিক সাজসজ্জার বাইরে গিয়ে অভিনব মূর্তি তৈরি করে তাক লাগিয়েছেন বালুরঘাটের শিল্পী রিতা বসাক। পেশায় তিনি বিউটিশিয়ান। তাঁর ভাষায়, “হঠাৎ করেই একদিন বাজারে গিয়ে এই ভাবনা মাথায় আসে। যেই ভাবা সেই কাজ। বাড়িতে লাউ এনে, তাকে দুধ-জলে শোধন করে, মায়ের আদলে গে তুলতে উঠেপড়ে লাগেন। এক রাতেই মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে তৈরি করে ফেলেন দুর্গার আদলে মুখমণ্ডল। সঙ্গে অনুসঙ্গিক পোশাক পরিচ্ছদ পড়িয়ে, ডাকের সাজে সুসজ্জিত করে তোলেন দেবী দুর্গাকে।
advertisement
সুস্মিতা গোস্বামী
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2023 9:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Durga Puja 2023: লাউয়ের উপর দুর্গা প্রতিমা বানিয়ে চমকে দিলেন বালুরঘাটের রিতা









